স্পাের্টস ডেস্ক:: ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে বেশি লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। টাইগাররা নিজেদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ২৪৫ রানে। ৮৪ রানের টার্গেটে ব্যাট করছে উইন্ডিজরা।
অল্প লক্ষ্যে খেলতে নামা উইন্ডিজরা ৯ রানের মধ্যেই হারিয়েছে তিন উইকেট। দুর্দান্ত শুরু করেছেন তরুণ পেসার খালেদ আহমদ। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসেই জোড়া উইকেট তুলে নিয়েছেন তিনি। নিজের ব্যক্তিগত দ্বিতীয় আর ইনিংসের চতুর্থ ওভারে শিকার করেছেন আরো একটি উইকেট।
৯ রানের ব্যবধানেই স্বাগতিক উইন্ডিজরা হারিয়েছে তিন উইকেট। অধিনায়ক ব্র্যাথওয়েট, রায়মন রেফেয়ার আর বোনাররা ফিরে গেছেন দ্রুতই। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৯ রান। ৫ রানে চ্যাম্পবেল ও শুন্য রানে ব্ল্যাকউড অপরাজিত আছেন।
এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় সংগ্রহ বড় করতে পারেনি। সাকিব-সোহানের ফিফটিতে ইনিংস হারের শঙ্কা এড়িয়ে ২৪৫ রানেই গুটিয়ে যায়।
২ উইকেটে ৫০ রান নিয়ে তৃতীয় দিন শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। দলীয় ৬৪ রানেই হারিয়ে ফেলে তৃতীয় উইকেট। ব্যক্তিগত ১৭ রানেই ফিরে যান শান্ত। এরপর দ্রুত আরো তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দলীয় ১০৯ রানের মাথায় বাংলাদেশ হারিয়ে ফেলে ৬ উইকেট। এরপর সপ্তম উইকেটে সাকিব-সোহান প্রতিরোধ গড়া জুটি গড়েন। ২২১ বলে ১২৩ রানের জুটি গড়েন দু’জনে।
দলীয় ২৩২ রানে ব্যক্তিগত ৬৩ রানে সাকিব ফিরে গেলে ভাঙে তাদের জুটি। ৬ চারে ৯৯ বলে নিজের ইনিংসটি সাজান সাকিব। তার বিদায়ের পর সোহানও বেশিক্ষণ টিকেননি। দলীয় ২৩৮ রানে অষ্টম উইকেটে সাজঘরে ফিরেন সোহান। ১১ চারে ১৪৭ বলে ৬৪ রান করেন তিনি। এরপর মুস্তাফিজ ৭ ও এবাদত ১ রানে প্যাভেলিয়নের পথ ধরলে বাংলাদেশ থামে ২৪৫ রানে।
সকালে শান্তর বিদায়ের পর মুমিনুল মেয়ার্সের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন। প্রথম ইনিংসে এই ব্যাটার আউট হয়েছিলেন শূন্য রানে। এবার করলেন মাত্র ৪ রান। কেমার রোচকে কাট করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন ১৭ রান করা লিটন দাস। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা মাহমুদুল হাসান জয় ৪২ রানে রোচের করা অফ স্টাম্পের অনেক বাইরে বল খেলতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।
ক্যারিবিয়ানদের হয়ে কেমার রোচ ৫টি, জোসেপ ৩টি ও মায়ার্স ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১০৩ রান করে অল আউট হয়েছিল বাংলাদেশ। দারুণ জবাবা দিয়ে ছিলো উইন্ডিজ। বড় লক্ষ্যের পথে এগুতে থাকা স্বাগতিকদের থামিয় দেন মিরাজরা। মিরাজ, এবাদত-খালেদদের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ক্যারিবিয়ানদের থামিয়ে দেয় ২৬৫ রানে। প্রথম ইনিংসে মেহেদি হাসান মিরাজ নেন চার উইকেট। এবাদত ও খালেদ দুটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে উইন্ডিজ জোসেপ ও সিলস তিনটি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে মায়ার্স ও জোসেপ দুটি করে এবং রোচ নিয়েছেন একটি উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০