নিজস্ব প্রতিবেদক:: টস হেরে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ দারুণ শুরু করেছে। দ্রুতই তুলে নিয়েছে সফরকারী ভারতের তিন’টি উইকেট। তাইজুলের প্রথম শিকারের পর খালেদের শিকারে সাজঘরে ফিরে গেছেন ভারতীয় অধিনায়ক লুকেশ রাহুল। পরের ওভারেই বিরাট কোহলিকে ফিরিয়ে দিয়েছেন তাইজুল।
চট্টগ্রাম টেস্টে আগে ব্যাটিংয়ে নামা ভারত শুরুতেই হারিয়েছে ওপেনার শুভমান গিলকে। স্পিনার তাইজুল ইসলাম ১৪তম ওভারের দ্বিতীয় বলেই ফিরিয়ে দিয়েছেন সফরকারী দলের এই ওপেনারকে।
ভারতের দলীয় ৪১ রানে প্রথম উইকেট হারায় দলটি। ব্যক্তিগত ২০ রানে ইয়াসিরের হাতে ক্যাচ তুলে দেন শুভমান। ৪০ বলে তিন চারে নিজের ইনিংসটি সাজান এই ওপেনার।
এরপরই খালেদ ফিরিয়ে দেন লুকেশ রাহুলকে। ১৯তম ওভারের প্রথম বলে দলীয় ৪৫ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। দুর্দান্ত এক ডেলিভারিতে ভারতীয় অধিনায়কের স্ট্যাম্প ভেঙে দেন খালেদ। তিন চারে ৫৪ বলে ২২ রান করেন তিনি।
পরের ওভারেই তাইজুল প্রথম ইনিংসে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন। ২০তম ওভারের তৃতীয় বলে বিরাট কোহলিকে এলবিডাব্লিউ’র ফাঁদে ফেলেন তিনি। দলীয় ৪৮ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। ৫ বলে ১ রান করেন এই তারকা ব্যাটার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২০ ওভারে তিন উইকেটে ৪৮ রান। ৪ রানে চেতেশ্বর পূজারা ও শুন্য রানে ঋশভ পন্থ অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০