খুনে ইনিংসে নায়ক প্যাটেল

0
24

স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে দুর্দান্ত জয় উপহার দিলেন অক্ষর প্যাটেল। এই বাঁহাতি ব্যাটারের বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত ২ উইকেটে হারিয়েছে উইন্ডিজকে। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করল শিখর ধাওয়ানের দল।

রোববার পোর্ট অব স্পেনে আগে ব্যাট করে শাই হোপের সেঞ্চুরির সুবাদে ৩১১ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক উইন্ডিজ। জবাবে ভারতের স্বীকৃত ব্যাটারদের খানিক নিষ্প্রভতার দিনে জ্বলে ওঠেন প্যাটেল। তার ঝড়ো ৬৪ রানের ইনিংসে দুই বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। শেষ ১০ ওভারে ১০০ রানের সমীকরণ মিলিয়ে ভারতকে দুর্দান্ত এক জয় এনে দিলেন তিনি।

ক‍্যারিয়ারের প্রথম ফিফটিতে প্যাটেল ৩৫ বলে তিন চার ও পাঁচ ছক্কায় অপরাজিত থাকেন ৬৪ রানে। তার এই ইনিংসে আড়ালে পড়ে গেল হোপের সেঞ্চুরি। মোহাম্মদ সিরাজকে নিয়ে শেষ ওভারে ৮ রানের সমীকরণ মিলিয়েই মাঠ ছাড়েন প্যাটেল। প্রথম বল ডট খেলার পর পরের দুই বলে দুই ব‍্যাটসম‍্যান নেন দুটি সিঙ্গেল। চতুর্থ বল ছক্কায় ওড়িয়ে ম‍্যাচ শেষ করে দেন এই বাঁহাতি।

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি করে শেষ পর্যন্ত ৩৫ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন প্যাটেল। তার ইনিংসে ছিল তিন চারের সঙ্গে পাঁচটি ছয়ের মার। বল হাতেও এক উইকেট নিয়েছিলেন তিনি। দারুণ পারফর্মেন্সে ম্যাচ সেরার পুরষ্কার হাতে পেয়েছেন প্যাটেল।

এর আগে অনন্য রেকর্ডে নাম লেখান শাই হোপ। ক্যারিয়ারের ১০০তম ওয়ানডে খেলতে নেমে সেঞ্চুরি হাঁকান এ ডানহাতি ওপেনার। ইনিংসে ৪৯তম ওভারে আউট হওয়ার আগে ৮ চার ও ৩ ছয়ের মারে ১৩৫ বলে ১১৫ রান করেন তিনি। বিশ্বের মাত্র দশম খেলোয়াড় হিসেবে ১০০তম ওয়ানডেতে সেঞ্চুরি করলেন হোপ। তবে শেষ পর্যন্ত তাকে ছাপিয়ে খুনে ইনিংসে নায়ক প্যাটেল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here