স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ভারত। দিল্লিতে বুধবার আগে ব্যাট করে ২৭২ রান করে আফগানিস্তান। রান তাড়ায় রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৮ উইকেটের জয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ৬৩ বলে সেঞ্চুরি করার পর ৮৪ বলে ১৩১ রান করে আউট হন এই ওপেনার। ১৬ চার ও ৫ ছক্কায় এই ইনিংস সাজান রোহিত। জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।
৬৩ বলে সেঞ্চুরিতে পা রেখে রোহিত গড়েন বিশ্বকাপে ভারতের ব্যাটার হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। পেছনে ফেলেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে। এছাড়া এই খুনে ইনিংস খেলার পথে তিনি কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন। অন্যদিকে ক্রিস গেইলকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার (৫৫৫) মালিক এখন রোহিত।
এদিকে ভারতের অনায়াস জয়ে ৫৬ বলে ৬ চারে ৫৫ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। শ্রেয়াস আইয়ার করেন ২৩ বলে ২৫ রান। আফগানিস্তানের হয়ে ৮ ওভারে ৫৭ রান দিয়ে ২ উইকেট নেন রশিদ। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান করে আফগানরা। ইনিংস সর্বোচ্চ ৮০ রান করেন অধিনায়ক হাশমাতউল্লাহ শহিদী। ৮৮ বলের ইনিংসে মেরেছেন ৮ চার ও ১ ছক্কা। ফিফটির দেখা পান আজমাতউল্লাহ ওমরজাইও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post