স্পোর্টস ডেস্ক: উয়েফার ভাইস প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা মারিয়া ভিলারের পরিবারের এক সদস্যকে খুন করা হয়েছে। অ্যাঞ্জেলা মারিয়া এক সাথে স্প্যানিশ ফুটবল ফেডারেশন প্রেসিডেন্টও।
ফুটবলের প্রভাবশালী এই কর্তার পরিবারের ওই সদস্যকে অপহরণের পর হত্যা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ পররাষ্ট্র দপ্তর।
মঙ্গলবার ) রাতে মেক্সিকো শহরে ভিলারের ভাগ্নিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে মেয়েটির নাম জানা যায়নি। এক সপ্তাহ আগে ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে গিয়ে তিনি অপহরণের শিকার হয়েছিলেন।
স্পেনের পররাষ্ট্র মন্ত্রী জোসে ম্যানুয়েল গার্সিয়ার বরাত দিয়ে ক্রীড়া দৈনিক ‘মার্কা’ জানায়, অপহরণের পর মেয়েটির পরিবারের কাছে মুক্তিপণ বাবদ ৮ হাজার পাউন্ড অর্থ দাবি করেন অপহরণকারীরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০