নিজস্ব প্রতিবেদক: সবারই প্রত্যাশা ছিলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ অন্তত সুযোগ পাবেন সিলেটের ক্রিকেটার ইমতিয়াজ হোসেন তান্না। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত খেলেও সুযোগ মিলেনি তার। অন্য সবার মত তান্নাও মর্মাহত হয়েছে। কষ্ট পেয়েছেন দল না পেয়ে।
প্রিমিয়ার লিগে সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি সবই এসেছেন তান্নার ব্যাট থেকে। নিজ ক্লাব প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাবের হয়ে খেলেছেন সবগুলো ম্যাচ। করেছেন প্রায় ছয় শতাধিক রান।
তান্না লিগের এক মৌসুমেই করেছেন দু’টি সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি করেছেন তিনটি। নব্বইয়ের ঘরে গিয়ে আউট হয়েছেন একবার। এমন দারুণ পারফর্মের পরও বিপিএলে দর্শকই হয়েই থাকতে হচ্ছে তাকে।
এনিয়ে ক্ষুব্ধ তান্না মর্মাহত। একের পর পারফর্ম করেও সুযোগ না পাওয়াতে কষ্ট পেয়েছেন। সম্প্রতি মুঠোফোনে কথা বলেছেন এসএনপি স্পোর্টসের সঙ্গে। জানিয়েছেন তার কষ্ট লাগার কথা।
তান্না বলেন, খুব খারাপ লাগের বিপিএলে কোন দল আগ্রহ দেখায়নি। এত ভাল খেলার পর দল না পাওয়াটা যে কোন ক্রিকেটারের জন্যই কষ্টকর। কষ্ট পেলেও কিছু করার নেই। জাতীয় লিগ চলছে। এখানে ভাল খেলার চেষ্টা করবো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০