স্পোর্টস ডেস্ক:: ফরচুন বরিশালের টিম ডিরেক্টর হয়ে এসেছেন কোচ ডেভ হোয়াটমোর। বাংলাদেশ দলের সাবেক এই কোচকে যেতে চান খুলনায়। প্রয়াত শিষ্য স্পিন অলরাউন্ডার মানজারুল ইসলাম রানার পরিবারের খোঁজ-খবর নিতে চান। দেখা করতে চান তার পরিবারের সঙ্গে।
ডেভ হোয়াটমোরের সময়েই রানার অভিষেক হয়েছিলো। ২০০৩ থেকে ২০০৭ সাল টাইগারদের দায়িত্ব পালন করা এই কোচ যখনি বাংলাদেশে আসেন রানার পরিবারের খোঁজ-খবর নেন। বিপিএলে বরিশালে কাজ করতে এসে রানার বাড়িতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।
ডেভ হোয়াটমোর বাংলাদেশ ছাড়ার পর এর আগেও যতবার এসেছেন, রানার বাড়িতে গেছেন। তার মায়ের সঙ্গে দেখা করেছেন। এবার বিপিএলে কাজ করতে এসেও তিনি রানার বাড়িতে যাওয়ার ইচ্ছে পোষন করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post