নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। মিরপুরের হোম অব ক্রিকেটে সন্ধ্যা ৭টায় শুরু হবে এই লড়াই।
এর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস। যেখানে জিতেছেন ফরচুন বরিশাল অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে আগে ফিল্ডিং করতে নামছে শাই হোপের নেতৃত্বাধীন খুলনা টাইগার্স। ম্যাচে সাকিব থাকা স্বত্ত্বেও অধিনায়ক পরিবর্তন করেছে বরিশাল।
এই ম্যাচে বরিশালের হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। বিপিএলে দলটির হয়ে অভিষেক হলো এই তারকার। তারকা বিদেশিদের মধ্যে ওয়াসিম জুনিয়র ও ইফতেখার আহমেদ ফিরে গেছেন নিজ দেশে।
এদিকে নিজেদের একাদশে মাত্র দুই বিদেশি ক্রিকেটার নিয়ে মাঠে নেমেছে খুলনা। সেই দুই বিদেশি ক্রিকেটার হলেন অধিনায়ক শাই হোপ ও অ্যান্ড্রু বালবার্নি। হার-জিতের আর কিছু না থাকায় দেশি ক্রিকেটারদেরকে সুযোগ করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজম্যান্ট।
ফরচুন বরিশাল একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সালমান হোসেন, খালেদ আহমেদ, এবাদত হোসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, ইব্রাহিম জাদরান, করিম জানাত ও চতুরঙ্গা ডি সিলভা।
খুলনা টাইগার্স একাদশ
শাই হোপ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলি রাব্বি, অ্যান্ড্রু বালবার্নি, সাব্বির রহমান, হাসান মুরাদ, শফিকুল ইসলাম, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post