খুলনার ৪০০ রানের জয়ের ম্যাচে নায়ক সৌম্য

0
123

নিজস্ব প্রতিবেদকঃ ২৫তম জাতীয় ক্রিকেট লিগে ঘরের মাঠে খুলনা বিভাগের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে রাজশাহী বিভাগ। শনিবার খুলনার ৫৪২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৪১ রানে অলআউট হয়ে গেছে রাজশাহী। দ্বিতীয় স্তরের ম্যাচটি খুলনা জিতেছে ৪০০ রানের বড় ব্যবধানে।

৮৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেন ১২৫ রান। তাঁর অপরাজিত ইনিংসে ৫ উইকেটে ৩৩৪ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে খুলনা। বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় রাজশাহী। ৬৩ রানে ৭ উইকেট হারিয়ে বসে তারা।

একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়া রাজশাহী ১০ নম্বনে নামা শফিকুল ইসলামের ২৮ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংসে এবার একশ ছাড়াতে পারে। খুলনার হয়ে আল আমিন হোসেন, জিয়াউর রহমান ও নাহিদুল ইসলামের ২টি করে উইকেট শিকার করেছেন।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৫৪২ রানের লক্ষ্য তাড়ায় ১৪১ রানে গুটিয়ে যায় রাজশাহী। প্রথম ইনিংসে তারা অল আউট হয়েছিল স্রেফ ৮১ রানে। ম্যাচের প্রথম ইনিংসে ৩২ রান ও দ্বিতীয় ইনিংসে ৫৭ রান করা সৌম্য সরকার বল হাতে নেন ৪ ও ১ উইকেট। দুই ইনিংসে ব্যাটে-বলে পারফর্ম করা এই অলরাউন্ডার জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here