নিজস্ব প্রতিবেদকঃ ঘনিয়ে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফ্র্যাঞ্চাইজিগুলো শেষ মূহুর্তের প্রস্তুতি সারছে। যার অংশ হিসেবে অধিনায়ক ঘোষণা করছে দলগুলো। এবার সেই তালিকায় যোগ দিল খুলনা টাইগার্স। ফ্র্যাঞ্চাইজি নিজেদের অধিনায়ক হিসেবে এনামুল হক বিজয়ের নাম ঘোষণা করেছে।
বিপিএলের এবারের আসরে সরাসরি চুক্তিতে বিজয়কে দলে ভিড়িয়েছে খুলনা শিবির। খুলনাতে যোগ দেওয়ার আগে ফরচুন বরিশাল তাকে রিটেইন করেছিল। তবে সব পক্ষের সমঝোতায় খুলনা নিজেদের করে পায় বিজয়কে। এবার তার কাঁধেই নেতৃত্বভার তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
আনুষ্ঠানিকভাবে খুলনা টাইগার্স ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
ঘরোয়া ক্রিকেটে অতীতে বিজয়ের নেতৃত্ব করার অভিজ্ঞতা রয়েছে। এনামুল হক বিজয়ের নেতৃত্বে খেলবেন এক ঝাঁক তরুণ ক্রিকেটার। যাদের মধ্যে আছেন নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, আকবর আলি, মুকিদুল মুগ্ধ, সুমন খানরা। রুবেল হোসেন, নাহিদুল ইসলামের মতো অভিজ্ঞ ক্রিকেটারও আছে।
বিদেশিদের মধ্যে দলে আছেন সব তারকারা। শ্রীলঙ্কার দাসুন শানাকা, পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ, ওয়াসিম জুনিয়র, ফাহিম আশরাফ, উইন্ডিজের এভিন লুইস, শাই হোপ, ওশানে থমাসের মতো পরিচিত মুখদের দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। বিজয় এখন তাদেরও অধিনায়ক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post