নিজস্ব প্রতিবেদকঃ আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এর আগে ইতিমধ্যেই টস অনুষ্ঠিত হয়েছে।
সেই টস জিতেছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
প্রথম ওয়ানডের আগে অধিনায়ক তামিম ইকবালের ফিটনেস ইস্যু নিয়ে সরগরম হয়ে পড়েছিল ক্রিকেট পাড়া। আগের দিন খেলার কথা জানালেও, পুরোপুরি ফিট না হওয়ার কথা জানিয়েছিলেন তামিম। তবে পরবর্তীতে তার বক্তব্য নিয়ে ক্ষুব্ধ হন বোর্ড সভাপতি পাপন ও কোচ হাথুরুসিংহে। যার কারণে সেই তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে শেষ পর্যন্ত খেলছেন তিনি।