স্পোর্টস ডেস্কঃ চোট সেরে না ওঠায় ভারতের বিপক্ষে খেলছেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। পুনেতে বৃহস্পতিবার ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে টস করেছেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে এই ম্যাচে করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের এই ভারপ্রাপ্ত অধিনায়ক।
সাকিবের পরিবর্তে দলে জায়গা হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। এছাড়াও দলে জায়গা হারিয়েছেন পেসার তাসকিন আহমেদ। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ। আর ভারত অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে।
ভারত অধিনায়ক রোহিত শার্মা বলেছেন, টস জিতলে তিনি আগে ফিল্ডিংই করতেন। তাই টসের সিদ্ধান্ত নিয়ে তার কোনো আপত্তি নেই। গুঞ্জন ছিল বাংলাদেশের বিপক্ষে ভারত একাদশে নিতে পারে মোহাম্মদ শামিকে। তবে সেটি হয় নি। আগের ম্যাচে খেলা সবাই আজও থাকছেন ভারতের একাদশে।
বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
ভারত একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০