স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা স্কোয়াডেই রাখা হয়নি লিওনেল মেসিকে। অধিনায়ককে কেন স্কোয়াডে রাখা হয়নি তার ব্যাখ্যা অবশ্য ম্যাচ শেষে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি জানিয়েছে, খেলার অবস্থায় ছিলেন না সাবেক বার্সেলোনা তারকা।
অধিনায়কের অনুপস্থিতি বাধা হলো না আর্জেন্টিনার জন্য, বাধা হলো না লা পাজের দুরূহ কন্ডিশনও। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা বলিভিয়ার বিপক্ষে তুলে নিল দুর্দান্ত জয়। মঙ্গলবার রাতে এস্তাদিও হার্নান্দো সিলেসে একপেশে লড়াইয়ে ৩-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
আর্জেন্টিনার তিন গোলদাতা হলেন এঞ্জো ফার্নান্দেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেজ। এদিন কেবল একাদশেই নয়, স্কোয়াডেও ছিলেন না আর্জেন্টাইন মহাতারকা মেসি। তাই তিনি চোটে পড়েছেন কিনা এবং তার মাত্রা কতটা তা নিয়ে আলোচনা শুরু হয়।
ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেন, ‘খেলার জন্য প্রস্তুত ছিল না মেসি। আমরা ওকে নিয়ে ঝুঁকি নেইনি। গতকাল ও ফিট হওয়ার চেষ্টা করেছে, তবে পুরোপুরি স্বস্তিতে ছিল না। আর ওকে এই ম্যাচে খেলানোর দরকার ছিল না, কারণ, সামনে আরও গুরুত্বপূর্ণ সময় আসছে। এই জায়গাটা অনেক কঠিন ছিল। এমনকি মাঠে নামলেও ওর ক্ষতি হতে পারত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post