স্পোর্টস ডেস্ক:: আন্তর্জাতিক ক্রিকেটেতো খেলেছেনই। ওয়ানডে বিশ্বকাপেও খেলেছেন। ভারতের ক্যাপ্টেনকুল খ্যাত মহেন্দ্র সিং ধোনীর সঙ্গে আইপিএলে খেলেছেন আটটি ম্যাচও। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে তিনি এখন বাস ড্রাইভার। এক সময় যে হাতে ঘূর্ণিত জাদুতে পরাস্ত করতেন বিশ্ব ক্রিকেটের ব্যাটারদের, সেই হাতে এখন সামলাচ্ছেন বাসের স্টিয়ারিং। গল্পটা লঙ্কান স্পিনার সুরাজ রনদিভ।
২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে খেলেছেন রনদিভ। এরপরে আইপিএলে খেলেছেন দোনীর দলের হয়ে। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট পথচলা শুরু করা লঙ্কান এই স্পিনার ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেননি। বার বার চোটে পড়ে ৩১ বছর বয়সেই অবসর নেন। এরপর পরিবার নিয়ে চলে যান অস্ট্রেলিয়ায়। সেখানেই এখন বাস চালাচ্ছেন তিনি।
মুত্তিয়া মুরালিধরনের উত্তরসুরী বলা হতো রনদিভকে। মুরালির ক্যারিয়ার যখন শেষের পথে, আন্তর্জাতিক ক্রিকেটে তখন আগমন তার। বল হাতেও ছিলেন দারুণ। বিশ্বের বাঘা বাঘা ব্যাটাদের শিকার করেছেন। জাতীয় দলেও নিয়মিত হচ্ছিলেন। কিন্তুু দুর্ভাগা চোট তাকে বার বার আটকে দিয়েছে। শেষ পর্যন্ত বাধ্য হয়েই ছেড়ে দেন বাইশ গজ। ২০১৬ সালে ব্যাট-প্যাড তুলে রাখেন। জীবির তাগিদে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়।
যে ক্রিকেটার নিজ দেশের হয়ে বিশ্বকাপ খেলেছেন, আইপিএলের মতো বড় টুর্নামেন্টে ধোনীর চেন্নাইয়ের হয়ে খেলেছেন একাধিক ম্যাচ। জীবনের তাগিদে তিনি এখন বাস ড্রাইভার। রনদিভের গল্পটা ক্রিকেটের জন্যই হয়তো লজ্জার। শুধু তিনিই নয়, ট্রান্সডেভ নামের ওই বাস ড্রাইভার সরবরাহ কোম্পানীতে কাজ করেন আরো দুই ক্রিকেটার। তারা হলেন লঙ্কান আরেক ক্রিকেটার চিন্থাকা জয়সুরিয়া ও জিম্বাবুয়ের ক্রিকেটার ওয়াডিংটন মাওয়ায়েঙ্গা।
শ্রীলঙ্কার হয়ে রনদিভ ১২টি টেস্ট, ৩১টি ওয়ানডে ও ১৭টি টি-২০ ম্যাচ খেলেছেন। সাদা পোশাকে ৪৩টি উইকেট শিকার করেছেন। ওয়ানডেতে তার শিকার ৩৬টি উইকেট। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সাজঘরে পাঠিয়েছেন সাত ব্যাটারকে।
২০১০ সালের ২৬ জুলাই ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয়। সবশেষ টেস্ট খেলেছেন ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০০৯ সালের ১৮ ডিসেম্বর নাগপুরে ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় এই শ্রীলঙ্কান স্পিনারের। সবশেষ ওয়ানডে খেলেন ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে। ২১০১০ সালের ৩ মে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয় রনদিভের। সবশেষ টি-২০ খেলেন ২০১১ সালের ২৫ জুন ইংল্যান্ডের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০