খেলেননি মুস্তাফিজ, জিতলো টিম আবু ধাবি

0
94

স্পোর্টস ডেস্কঃ টি-টেন ক্রিকেটে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামে মুস্তাফিজুর রহমানের টিম আবু ধাবি। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল নর্দান ওয়ারিয়র্স। সেই ম্যাচে নর্দান ওয়ারিয়র্সকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে আবু ধাবি। তবে এই ম্যাচে একাদশে ছিলেন না বাংলাদেশের কাটার মাস্টার। এর আগে দ্বিতীয় ম্যাচের একাদশেও জায়গা হয়নি তার। প্রথম ম্যাচে সুযোগ পেয়ে, বাজে বোলিং করেছিলেন।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৫ রান তুলতে সক্ষম হয় নর্দান ওয়ারিয়র্স। দলের পক্ষে ১ বাউন্ডারি আর ৪ ছক্কায় ১০ বলে ২৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন অধিনায়ক রোভম্যান পাওয়েল। ৩ বাউন্ডারিতে ২০ বলে ২২ রান করেন ওপেনার অ্যাডাম লিথ।

আবু ধাবির হয়ে এই ম্যাচে ২টি করে উইকেট শিকার করেন অ্যান্ড্রু টাই ও নাভীন উল হক।

৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারকুটে ব্যাটিং আবু ধাবির। ৬.৪ ওভারে ৬৯ রানের উদ্বোধনী জুটি আসে অ্যালেক্স হেলস ও অধিনায়ক ক্রিস লিনের কাছ থেকে। এরপর জেমস ভিন্স এসে লিনের সাথে আরও একটি জুটি করে একেবারে কাছাকাছি চলে যান। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আবু ধাবি।

দলের পক্ষে ২৫ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪৪ রানের ক্যামিও ইনিংস খেলেন হেলস। ২০ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩১ রান করেন লিন। ১২ বলে ২ বাউন্ডারিতে ১৮ রান করেন ভিন্স।

নর্দান ওয়ারিয়র্সের হয়ে ১টি করে উইকেট লাভ করেন অভিমন্যু মিঠুন ও রায়াদ এমরিট।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here