স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করেনি ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব। বিসিবি সভাপতি জানালেন, ক্লাবটির বরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবি সভাপতি ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব টাকা পরিশোধ করেনি জানিয়ে বলেন, ব্রাদার্স ইউনিয়ন খেলোয়াড়দের টাকা পরিশোধ করেছে। অথচ ব্রাদার্স ইউনিয়নের কাছে এখনো অনেক খেলোয়াড় টাকা পান। এনিয়ে কোন মন্তব্য করেননি বোর্ড সভাপতি।
বিসিবি’র ১৫তম সভা শেষে নাজমুল হাসান পাপন সোমবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন।
ব্রাদার্স ইউনিয়ন ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা খেলোয়াড়দের পাওনা পরিশোধ করেনি। তবে ব্রাদার্স ইউনিয়ন এর মধ্যেই খেলোয়াড়দের পাওনা মিটিয়ে দিলেও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কাছে এখনও খেলোয়াড়দের পাওনা রয়েই গেছে। তাই ক্লাবটিকে অবিলম্বে খেলোয়াড়দের পাওনা মিটিয়ে দিতে পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতি পাপন।
বিসিবি সভাপতি বলেন, ‘আমার জানা মতে ব্রাদার্স ইউনিয়ন ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের পাওনা ছিল। ব্রাদার্স ইতোধ্যেই তাদের প্লেয়ারদের পাওনা পরিশোধ করে দিয়েছে। বাকি আছে ভিক্টোরিয়া। সে ব্যাপারে আমরা ক্লাবটির মতামত নিতে বলেছি। তারা সাড়া না দিলে এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেব। বোর্ড তো পাওনা পরিশোধ করে দেবেই। তারপরেও এই ব্যাপারে কি করা হবে সে বিষয়ে মতামত নেয়ার পরে আমরা আইনি ব্যবস্থা নেব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০