নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একের পর এক বিতর্ক লেগেই আছে। প্রতিদিনই কোনো না কোনো নতুন বিতর্কের সঙ্গী হচ্ছে টুর্নামেন্ট। ডিআরএস নেই, এডিআরএসের বিভ্রান্তিকর সিদ্ধান্ত, প্রোডাকশন ভুল, আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত লেগেই আছে।
আর এসব দেখে ঠিক থাকতে পারছেন না ক্রিকেটাররা। মাঠের মাঝেই অপছন্দের কথা জানাচ্ছেন সাকিব-বিজয়সহ অনেক ক্রিকেটাররা। তবে ক্রিকেট নিয়মের মধ্য থেকে অনেক কিছুই তারা করতে পারেন না। মাঠের মাঝে ক্রিকেটারদের প্রতিক্রিয়া তুলনামূলক বেশিই দেখা যাচ্ছে।
যা নজর কেড়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজার। সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দেওয়া এই তারকা জানিয়েছেন, খেলোয়াড়দের এসবে নজর না দেওয়াই ভালো। প্রতিক্রিয়া না দেখিয়ে খেলায় মনযোগ দেওয়ার কথা বলেছেন দেশের এই সিনিয়র ক্রিকেটার।
মাশরাফী বলেন, ‘টুর্নামেন্ট বিসিবি আয়োজন করেছে, দায়িত্ব তাদের, আপানারা যে প্রশ্ন করেন, তাদের কাছ থেকেই আসে। আমাদের ক্রিকেটারদের থেকে এত প্রতিক্রিয়া না আসাই ভালো। এর চেয়ে খেলার দিকে মনযোগী হওয়া উচিৎ। আমরা জানি সীমাবদ্ধতা কতটুকু আছে বা নাই। অনেক কিছু ভালো হতে পারতো, আবার অনেক সীমাবদ্ধতাও আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post