স্পোর্টস ডেস্ক:: জুলাই-আগস্টে গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে বিশেষ জার্সি পড়ে অনুশীলন শুরু করেছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিটি গ্লোবাল সুপার লিগে অংশ নিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টটিতে অংশ নিতে অনুশীলন শুরু করেছে রংপুর।
অনুশীলনে বিশেষ জার্সি পড়েছেন রংপুরের ক্রিকেটাররা। যেখানে উঠে এসেছে জুলাই-আগ্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা স্মৃতি। গত জুলাইয়ে সরকারি চাকরির কোটা পদ্ধতি পুনর্বহালের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে দেশের ছাত্রসমাজ। সরকার আন্দোলনের বিরোধীতা করে। ছাত্রদের উপর হামলা চালায় ছাত্রলীগ-পুলিশ।
এক পর্যায়ে কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এই আন্দোলনে নিহত হন হাজারো মানুষ। আহত হন কয়েক হাজার ছাত্র-জনতা। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠণ করা হয়। ড. মোহাম্মদ ইউনুসের অধীনে অন্তর্বর্তীকালী সরকার দেশ পরিচালনা করছে।
সরকার পরিবর্তনের পর পরিবর্তন শুরু হয় দেশের সব সেক্টরেই। পরিবর্তন আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। নাজমুল হাসান পাপনকে সরানো হয় ক্রিকেট বোর্ড থেকে। ফারুক আহমদের নেতৃত্বাধীন বোর্ড বিসিবি পরিচালনা করছে। নতুন পরিচালনা পর্ষদ এরই মধ্যে জমজমাট ভাবে বিপিএল শুরুর উদ্যোগ নিয়েছে। আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের আগামী আসর। ৬ দল নিয়ে এবারের আসর অনুষ্ঠিত হবে।
তবে বিপিএল শুরুর আগে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে অংশ নেবে। সেজন্যই রংপুর রাইডার্স অনুশীলন শুরু করেছে বিশেষ জার্সিতে। পাঁচ দেশের ফ্র্যাঞ্চাইজি দলের এই আসর মাঠে গড়াবে আগামী ২৬ নভেম্বর। আর রংপুর প্রথম ম্যাচ খেলতে নামবে দ্বিতীয় দিনেই। গায়ানায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের জন্য বৃহস্পতিবার অনুশীলন শুরু করেছে রংপুর। এদিন সকাল ৯টা থেকে মিরপুরের একাডেমি মাঠে ব্যাটে-বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের অধীনে এদিন অনুশীলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান,নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুবরা।
রংপুর রাইডার্সের বিশেষ লাল-সবুজে রাঙানো এই জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সংগ্রাম আর ত্যাগকে। সবুজের ওপর রক্তিম লাল রঙে বাংলাদেশের পতাকা হাতে ছাত্র-জনতার অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। ওপরে ছড়ানো ছেটানো ছোপ ছোপ লাল রং দ্বারা শহীদদের তাজা রক্তকে বোঝানো হয়েছে।
জার্সির বুকের কাছে দল ও স্পন্সরের লোগোও রয়েছে। পেছনে বেশিরভাগ জায়গা জুড়ে পতাকার সবুজ রংই রাখা হয়েছে। পিঠের দিকে গড়িয়ে পড়া রক্তের থিম ফুটিয়ে তোলা হয়েছে। সেখানেই হ্যাশট্যাগ দিয়ে লেখা – জয়ের লড়াই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০