স্পোর্টস ডেস্ক:: গতকালও খেলেছেন বিগ ব্যাশে। অথচ আজ বিপিএলে খেলছেন খুলনা টাইগার্সের হয়ে। অজি ক্রিকেটার অ্যালেক্স রস আজই এসেছেন বাংলাদেশে। এসেই খুলনা টাইগার্সের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলতে নেমেছেন।
গতকাল শনবিার অ্যালেক্স রসের দল অ্যাডিলেড স্ট্রাইকার্স বিগ ব্যাশ থেকে বাদ পড়েছে। দল বাদ পড়ার পরই তিনি ঢাকার বিমান ধরনে। পার্থে খেলা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যালেক্স রস ২৪ ঘন্টা পেরুনোর আগেই সাগরিকায় খেলছেন বিপিএলে।
অ্যালেক্স রস গত মৌসুমেও বিপিএল খেলেছেন। ঢাকার হয়ে তিনি খেলেন। সেবারও বিগ ব্যাশ থেকে তার দল বাদ পড়ার পর খেলেন। এবারো বিগ ব্যাশ থেকে তার দল বাদ পড়ার বিপিএলে খেলছেন খুলনার হয়ে। প্রথমবারের মতো গত বিপিএল খেলতে এসে ১১ ম্যাচ খেলে করেছিলেন ৩৫২ রান। গড় ৩৯.১১ ও স্ট্রাইক রেট ১৩৪, ফিফটি করেছিলেন ৪টি।
জয়ের পথ ভুলে যাওয়া খুলনাকে আজ কি পারবেন অ্যালেক্স রস জয়ের পথে ফেরাতে। বিগ ব্যাশে তার পারফরম্যান্স অন্তত বলছে, সেটা হতেও পারে। দলের জয়ে দারুণ ভূমিকা রাখতে পারেন তিনি। । বিগ ব্যাশে করেছেন ১০ ম্যাচে ২৫৬ রান। স্ট্রাইকরেট ছিল ১৪০–এর বেশি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্স। পয়েন্ট টেবিলেও দুই দল কাছাকাছি। চারে থাকা রাজশাহীর পয়েন্ট ৬। চারে থাকা খুরনার ৪। শুরুর দুই ম্যাচ জেতা খুলনা পরের চার ম্যাচেই হেরেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০