গতিময় ফুটবলে রোমাঞ্চ ছড়িয়ে বিরতিতে আমেরিকা-ইংল্যান্ড

0
70

স্পোর্টস ডেস্ক:: দুর্দান্ত, অসাধারণ এক ম্যাচ উপহার দিচ্ছে আমেরিকা-ইংল্যান্ড। গতিময় ফুটবল ক্ষণে ক্ষণে ছড়াচ্ছে রোমাঞ্চ। আক্রমণ-পাল্টা আক্রমণের সঙ্গে ছোট ছোট পাসের অসাধারণ ফুটবলের সৌন্দর্য্য প্রদর্শন করছে দুই দল।

সমানে সমান লড়াইয়ে কেউ কারো জালে বল পাঠাতে পারেনি। প্রথমার্ধ তাই শেষ হয়েছে গোল শুন্য সমতায়।একাধিক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কেউ।

বল দখলের লড়াইয়ে অবশ্য কিছুটা এগিয়ে ছিলো ইংল্যান্ড। তবে দুই দলে দারুণ খেলছে। পাসিং ফুটবলের ছন্দে মাঠে লড়াই করছে। খুব একটা ফাউলের শিকার হয়নি কেউ। সবাই আছেন বল দখলের লড়াইয়ে। প্রথমার্ধে তাই রেফারিকে দেখাতে হয়নি কোনো হলুদ কার্ড।

প্রথমার্ধের নির্ধারিত সময়ে দুই দল ৫০০টির বেশি নিখুঁত পাস দিয়েছে। সেক্ষেত্রে অবশ্য এগিয়ে ছিলো ইংল্যান্ড। তবে দারুণ কয়েকটি আক্রমণ করেছে আমেরিকা। বারে লেগে ফিরেছে তাদের বেশ কয়েকটি শটও।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here