স্পোর্টস ডেস্কঃ লখনৌ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদবের চলতি আইপিএলে আর খেলা নিয়ে শঙ্কা জেগেছে। দলটির কোচ জাস্টিন ল্যাঙ্গার তো আসরে তার খেলার আর তেমন কোনো সম্ভাবনাই দেখছেন না। তবে আশাবাদী এই কোচ, আইপিএলের শেষভাগে পাওয়া যেতে পারে ডানহাতি এই পেসারকে।
ল্যাঙ্গার বলেন, ‘না (পুরোপুরি ছিটকে যায়নি)। আমরা প্রার্থনা করব, সে যেন প্লে অফে খেলতে পারে। তবে আমি একজন বাস্তববাদীও। টুর্নামেন্টের শেষ দিকে ফিরে আসা সম্ভবত তার জন্য কঠিন হবে। তার স্ক্যান করা হয়েছে। যে জায়গায় গতবার চিড় ধরা পড়েছিল, সেখানেই সামান্য চিড় পাওয়া গেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক।’
গত ৩০ মার্চ লখনৌর হয়ে আইপিএল অভিষেক হয় মায়াঙ্কের। প্রথম ম্যাচেই গতির ঝড় তুলে নজর কাড়েন ২১ বছর বয়সী এই পেসার। নিয়মিত ১৫০ কিলোমিটার গতিতে বল করে নাভিশ্বাস তুলে ছাড়েন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। পাঞ্জাব কিংসের বিপক্ষে ওই ম্যাচে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন মায়াঙ্ক। পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৪ রান দিয়ে ধরেন ৩ উইকেট। দুই ম্যাচেই ম্যাচ সেরা হন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post