স্পোর্টস ডেস্কঃ গত আসরের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষের নাটকে হেরে বাদ পড়েছিল ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনাল ফিরতি লেগে ৮৯ মিনিট পর্যন্ত ৫-৩ গোল এগিয়ে থেকেও শেষ মুহূর্তে তিন গোল খেয়ে ছিটকে গিয়েছিল পেপ গার্দিওলার দল। এবার সেই হারের বদলা দিল সিটিজেনরা।
এবারের আসরে প্রথম লেগে মাদ্রিদের মাঠে ১-১ গোলে ড্র করে সিটি। এরপর নিজেদের মাঠে দুর্দান্ত দাপটে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ও সবচেয়ে বেশিবার জয়ী দলকে স্রেফ নাস্তানাবুদ করে ছেড়েছে তারা ৪-০ গোলে। মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানের জয়ে ফাইনালে পা রেখেছে ম্যানচেস্টারের দলটি। বুধবার রাতে সিটির হয়ে জোড়া গোল করেছেন বার্নাদো সিলভা। একটি গোল আত্মঘাতী, অন্যটি জুলিয়ান আলভারেজের।
ফাইনালে পা রাখা সিটি কোচ জানালেন, গতবারের হারের যন্ত্রণার ক্ষতে উপশম দেওয়ার জন্য এই মাদ্রিদকেই সামনে চেয়েছিলেন তিনি। গার্দিওলা বলেন, ‘গত মৌসুমের ওই অভিজ্ঞতা খুবই কঠিন ও কষ্টের ছিল। ওই সময় আমাদেরকে ওই তীব্র যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তবে ফুটবল ও ক্রীড়া সবসময়ই আরেকটি সুযোগ করে দেয়।যখন আমি দেখেছিলাম যে ড্রয়ে আমাদের লড়াই রিয়াল মাদ্রিদের সঙ্গে, তখনই বলেছিলাম, ইয়েস; এটিই আমি চাই। আমি যে কারণে এটা চেয়েছিলাম, সেটির সবকিছুই আজকে মাঠে ফুটে উঠেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০