স্পোর্টস ডেস্কঃ আগামী জানুয়ারির শুরুতে মাঠে গড়ানোর কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর। আসর শুরুর আগে তাই ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। ফরচুন বরিশাল শুক্রবার জানিয়েছে তিন বিদেশী ক্রিকেটারের নাম।
গত আসরে রংপুর রাইডার্সে খেলা শোয়েব মালিক, সিলেট স্ট্রাইকার্সে খেলা মোহাম্মদ আমিরকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে বরিশাল। এছাড়া দলটির জার্সিতে আগামী বিপিএল মাতাবেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। আমির গত আসরে সিলেটের জার্সিতে ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন।
সাকিব আল হাসান গত মৌসুমের বিপিএলে বরিশালকে নেতৃত্ব দিয়েছেন। দলটিকে সেমিফাইনালে তুলেছিলেন তিনি। সেমিতে হার নিয়ে তৈরি হয়েছিল ভুল বোঝাবুঝি। ফলে দল ছেড়ে পুরনো ঠিকানা রংপুর রাইডার্সে ফিরেছেন তিনি। বিপিএলের আগামী মৌসুমে সাকিবের জায়গায় বরিশাল তামিম ইকবালকে আইকন হিসেবে চুক্তি করেছে।
আগামী ১০ জানুয়ারিতে আগামী বিপিএল শুরু করতে চায় বিসিবি, তবে তা নির্ভর করছে জাতীয় নির্বাচনের তারিখের ওপর। ২০২৪ সালের বিপিএল শুরুর সম্ভাব্য একটি সময় আগেই ঠিক করে রেখেছে বিসিবি। তবে আগের সেই সিদ্ধান্ত অনুযায়ী নয়, বোর্ডকে এখন পরিকল্পনা সাজাতে হচ্ছে জাতীয় নির্বাচনের তারিখ ভাবনায় রেখে।
এদিকে আগেই বরিশাল দলে নিয়েছে দুই বিদেশী ক্রিকেটার- পাকিস্তানের ফখর জামান ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকে। এবার অভিজ্ঞ মালিকের সঙ্গে আমিরকে নিয়েছে তারা। আছেন স্টার্লিংও। মূলত ব্যাটিংয়ে শক্তি বাড়াতে আইরিশ তারকাকে দলে নিয়েছে বরিশাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০