স্পোর্টস ডেস্কঃ দিন যত যাচ্ছে, প্রতিনিয়তই গুঞ্জনের পালে হাওয়া লাগছে। গৌতম গম্ভীরই কী হচ্ছেন ভারত জাতীয় দলের প্রধান কোচ? সেই প্রশ্নের উত্তর মিলবে না ততক্ষণ, যতক্ষণ আনুষ্ঠানিক ঘোষণা করবে না বিসিসিআই। তবে এর আগে নানান সূত্রসহ সবকিছুই বলছে, গম্ভীরই হচ্ছেন ভারতের পরবর্তী কোচ। দুই পক্ষের এই নিয়ে আলোচনা চলছে।
ভারতের জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বিসিসিআইয়ের খুবই ঘনিষ্ঠ আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি মালিক বলছেন গম্ভীরই ভারতের প্রধান কোচ হচ্ছেন। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি। একইসাথে ভারতের এক হাই-প্রোফাইল ধারাভাষ্যকারও জানিয়েছেন, গম্ভীরই কোচ হওয়ার দ্বারপ্রান্তে। তবে এখনও যেহেতু আনুষ্ঠানিক ঘোষণা বাকি, এর মানে দুই পক্ষের মধ্যে এখনও আলোচনা চলছে।
ক্রিকবাজ আরও জানাচ্ছে, গম্ভীরের সাথে বিসিসিআইয়ের আদর্শগত জায়গা মিলে যাচ্ছে। কোচ নিয়োগের সাথে জড়িত থাকা নির্বাচক প্যানেলের মতে, কোচ যা-ই করুক না কেন দেশের জন্য করতে হবে। বিসিসিআই সচিব জয় শাহ’র সাথে সম্প্রতি সাক্ষাৎ করেছেন গৌতম গম্ভীর। আর সেখানে দুজনই একটি জায়গায় একমতে পৌঁছেছেন যে, অবশ্যই দেশের জন্য আমাদেরকে করতে হবে।
এদিকে সম্প্রতি মেন্টরের ভূমিকায় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে তৃতীয় শিরোপা জেতানো গৌতম গম্ভীরের বিষয়টি অবগত আছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষও। কলকাতার সহ-মালিক শাহরুখ খানও ইতিমধ্যে জানেন, গম্ভীরকে কোচ নিয়োগ করার প্রক্রিয়া চলছে।
সোমবার বিসিসিআইয়ের কাছে কোচ নিয়োগের আবেদনের চূড়ান্ত দিন ছিল। দিন কয়েক পরই শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে মেয়াদ শেষ হচ্ছে বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের। এরপরই রোহিত শর্মা, বিরাট কোহলিদের জন্য নতুন কোচ নিয়োগ দেবে বিসিসিআই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post