স্পোর্টস ডেস্কঃ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপে ইংলিশদের ৬৯ রানে হারিয়েছে আফগানরা। রোববার দিল্লিতে আগে ব্যাট করে ২৮৪ রান করে তারা। রান তাড়া করতে নেমে ২১৫ রানে অলআউট হয় ২০১৯ বিশ্বকাপজয়ীরা।
আফগানিস্তানের বিপক্ষে অপ্রত্যাশিত হারে প্রচণ্ড রকমের হতাশ ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ম্যাচ শেষে এই উইকেটকিপার ব্যাটার বলেন, ‘অবশ্যই, এটা বিশাল এক ধাক্কা। টুর্নামেন্ট শুরুর আগে প্রথম তিন ম্যাচ নিয়ে ভিন্ন পরিকল্পনা ছিল। আমি প্রচণ্ড হতাশ। আমরা দারুণ পারফর্ম করার জন্য এসেছিলাম। আজ একদম বিধ্বস্ত হয়ে গেছি। আফগানিস্তানের জয়টা প্রাপ্য।’
তবে হাল না ছেড়ে নিজেদের স্বভাব দেখাতে চায় ইংলিশরা। বাটলার বলেন, ‘আমাদের ভিন্ন মেজাজ দেখাতে হবে, প্রবল বিশ্বাস নিয়ে প্রতিরোধ দেখাতে হবে। আমাদের দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে, আমরা পর্যাপ্ত ভালো খেলিনি কিন্তু নিজেদের ওপর বিশ্বাস আছে।’
ইংল্যান্ডের বিপক্ষে যে কোনো সংস্করণে প্রথম জয়ের স্বাদ পেয়েছে আফগানিস্তান। বিশ্বকাপে এটি তাদের দ্বিতীয় জয়। একই সঙ্গে বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ হারের পর অবশেষে জয়ের স্বাদ পেল রশিদ-নবিরা। বিশ্ব মঞ্চে সব মিলিয়ে ১৮ ম্যাচে তাদের স্রেফ দ্বিতীয় জয় এটি। প্রথমটি ছিল ২০১৫ আসরে স্কটল্যান্ডের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০