স্পোর্টস ডেস্কঃ প্রথম ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার সকালে চিলির মুখোমুখি হয় তারা। এই ম্যাচেও জিতল লিওনেল স্কালোনির দল। চিলি ম্যাচে বদলি নেমে আর্জেন্টাইনদের জয়সূচক গোলটি পাইয়ে দেন লাউতারো মার্টিনেজ। টানা দ্বিতীয় জয় পাওয়া লিওনেল মেসিরা পৌঁছে গেছে শেষ আটে।
এই ম্যাচে মেসিকে খেলা চলাকালীন চিকিৎসকের সেবা নিতে দেখা গেছে। যা ছড়াচ্ছে উৎকণ্ঠা। মেসিকে নিয়ে ইনজুরি শঙ্কা দেখা দিয়েছে। ম্যাচের ২৪ মিনিটের সময় আর্জেন্টিনা দলের চিকিৎসকদের শরণাপন্ন হন তিনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টসও মেসির ইনজুরি শঙ্কার খবর দিয়েছে। চিকিৎসক দলকে মাঠে ডেকে নেয়ার আগে দুবার তিনি প্রতিপক্ষের কড়া ট্যাকলের শিকার হয়েছিলেন।
শুধু এই চোটই নয়, দিন কয়েক থেকে জ্বর ও গলাব্যথায়ও ভুগছেন মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস এমন খবরই দিয়েছে। মেসি নিজেই জানিয়েছেন, এই জ্বর তার পারফরম্যান্সেও প্রভাব ফেলেছে। ম্যাচ শেষে মিক্সড জোনে মেসি বলেন, ‘একটু তো ভাবনা হচ্ছেই, তবে খেলাটা শেষ করতে পেরেছি। আশা করছি, (আঘাত) বড় কিছু যেন না হয়। জায়গাটা শক্ত হয়ে আসছিল। অস্বস্তির কারণে ঠিকমতো দৌড়াতে পারছিলাম না। দেখা যাক কী হয়।’ মেসি আরও জানিয়েছেন, এই ম্যাচের আগে শারীরিকভাবেও তিনি খুব একটা সুস্থ ছিলেন না, ‘কয়েক দিন ধরেই গলাব্যথা, জ্বরও আছে। আজ এ কারণেই সম্ভবত একটু (ম্যাচে) ভুগেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post