স্পোর্টস ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসর শুরু হবে আগামী ৩০ জুলাই থেকে। এলপিএলের এবারের আসরকে ঘিরে জোর প্রস্তুতি ফ্র্যাঞ্চাইজিগুলোতে। আগেই জানা গিয়েছিল বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাবে এবারের আসরে। গেল আসরে জাফনা কিংসের হয়ে খেলা আফিফ হোসেন ধ্রুব’র নামও আছে এবার।
এছাড়া বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান, লিটন দাসসহ আরও বেশ কয়েকজনের নামও আছে আলোচনায়। আগামী ৩০ জুলাই শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএল। আর এর জন্য টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হবে ৪ জুন। সেখানেই দল নিশ্চিত হবে বেশিরভাগ ক্রিকেটারের।
তবে কয়েকজন ক্রিকেটার সরাসরি চুক্তিও করছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে। যার মধ্যে নাম আছে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিবেরও। এই বাঁহাতি গল গ্ল্যাডিয়েটর্সের সাথে সরাসরি চুক্তি করছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজিটি পাকিস্তানের মালিকাধীন। পিএসএলে তাদের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। কিন্তু এলপিএলে পুরো আসরে খেলবেন না সাকিব। আসরের শুরুর দিকে খেলবেন শুধুমাত্র। কেননা এরপর আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ আছে।
যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি সেই তথ্য। তাই শতভাগ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সাকিব ছাড়াও আসরের শুরুর দিকে খেলতে পারেন কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভোরা। তাদের আন্তর্জাতিক ব্যস্ততা না থাকলেও, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) আসছে। তাই পুরো আসরে খেলা হবে না।
এবারের এলপিএলেও অংশ নেবে মোট ৫টি দল। সেই দলগুলো হলো জাফনা কিংস, গল গ্ল্যাডিয়েটর্স, ডাম্বুলা অউরা, কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস। দল সাজাতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি নিয়ে। যোগাযোগ রাখছে দেশি-বিদেশি ক্রিকেটারদের সাথে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post