গলে প্রথম দিন বোলারদের, শ্রীলঙ্কাকে অলআউট করে স্বস্তিতে নেই পাকিস্তানও

0
23

স্পোর্টস ডেস্কঃ গলে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি লড়াইয়ে নেমেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। চলমান ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে ২২২ রানেই অলআউট লঙ্কানরা। যদিও ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই পাকিস্তানও। ২ উইকেট হারিয়ে ২৪ রানে শেষ করেছে দল। প্রথম দিনের পুরোটাই গেছে বোলারদের দখলে। উইকেট পড়েছে মোট ১২টি।

গলে নিজেদের প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে ২২২ রানে গুঁটিয়ে যায় লঙ্কানরা। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। বেশ কিছু ছোট ছোট জুটিতে ভর করেই দুইশ পার করতে সক্ষম হয় দিমূথ করুণারত্নের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন দীনেশ চান্দিমাল। তার ১১৫ বলের ইনিংসটি সাজানো ছিল ১০ বাউন্ডারি ও ১ ছক্কায়।

এর বাইরে লোয়ার অর্ডারে ৩৮ রানের ইনিংস খেলেন মহেশ থিকশানা। তার ৬৫ বলের ইনিংসটি সাজানো ছিল ৪ বাউন্ডারি ও ১ ছক্কায়। আর ৪৯ বলে ৫ বাউন্ডারিতে ৩৫ রান করেন ওপেনার ওশাদা ফার্নান্দো।

পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদি একাই নেন ৪ উইকেট। ১৪.১ ওভার বল করে ৩ মেইডেনসহ ৫৮ রান খরচায় ৪ উইকেট শিকার করেন আফ্রিদি। হাসান আলি ও দীর্ঘদিন পর একাদশে ফেরা ইয়াসির শাহ ২টি করে উইকেট লাভ করেন। ১টি করে উইকেট নেন নাসিম শাহ ও মোহাম্মদ নওয়াজ।

শ্রীলঙ্কার ২২২ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে পাকিস্তানও। ইতিমধ্যেই হারিয়ে ফেলেছে টপ অর্ডারের দুই গুরুত্বপূর্ণ উইকেট। দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ১২ রান করে ও ইমাম উল হক ২ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন। পরবর্তীতে আজহার আলি ও অধিনায়ক বাবর আজম আর কোনো উইকেট না হারাতে দিয়ে পার করেছেন তিনি। দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ২৪ রান। লঙ্কানদের চেয়ে ১৯৮ রানে পিছিয়ে আছে পাকিস্তান। আজহার ৩ ও বাবর ১ রান করে অপরাজিত আছেন।

শ্রীলঙ্কার হয়ে কাসুন রাজিথা ও প্রভাত জয়সুরিয়া ১টি করে উইকেট লাভ করেছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here