‘গাজার ভাই-বোনদের’কে বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি উৎসর্গ রিজওয়ানের

0
17

স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান বিশ্বকাপে তার প্রথম সেঞ্চুরিতে উৎসর্গ করেছেন ইসরাইলী আগ্রাসনের শিকার গাজার ভাই-বোনদের জন্য। রিজওয়ানের ব্যাটেই শ্রীলঙ্কার ৩৪৪ রানের বড় স্কোর তাড়া করে ম্যাচ জিতে ছিলো পাকিস্তান।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠণ হামাস সম্প্রতি ইসরাইলে হামলা চালায়। উদ্ধার করে মুসলিমদের পবিত্র স্থান আল আকসা। এর জবাবে ইসরাইল পাল্টা আক্রমণ চালায়। গাজার জ্বালানী, বিদ্যুৎ ও খাবার সরবাহের পথ বন্ধ করে দেয়। ফলে সঙ্কটে পড়েছেন ২৩ লাখ গাজার বাসিন্দা।

হায়দ্রাবাদে রিজওয়ান বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন। পাকিস্তানকেও জয় এনে দিয়ে মাঠ ছাড়েন। স্বাভাবিক ভাবেই এই সেঞ্চুরির গুরুত্ব অনেক বেশি। ‘বিশেষ’ এই সেঞ্চুরি তাই গাজার বিপর্যস্ত ভাই-বোনদের উৎসগং করলেন তিনি।

বুধবার বিষয়টি নিশ্চিত করে টুইটে রিজওয়ান লিখেছেন, ‘এই সেঞ্চুরি গাজার ভাইবোনদের জন্য।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here