স্পোর্টস ডেস্কঃ গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লাৎসিওর ফরোয়ার্ড চিরো ইমোবিলে। পিঠে ও পাঁজরে আঘাত পেয়েছেন ইতালির এই ফুটবলার। রোমের স্টাডিও অলিম্পিকোর কাছে একটি ট্রামের সঙ্গে তাকে বহনকারী কারের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। ক্লাবের পক্ষ থেকে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
লাৎসিও বিবৃতিতে জানিয়েছে, ৩৩ বছর বয়সী এই ফুটবলার মেরুদণ্ডে আঘাত পেয়েছেন এবং তার ডান পাঁজরে ফাটল ধরা পড়েছে। বর্তমানে তার অবস্থা ‘ভালো।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তার অবস্থা এখন ভালো। তিনি এখনও রোমের অগাস্টিনো গেমেলি আইআরসিসিএস পলিটেকনিকের জরুরি ওষুধ বিভাগে প্রফেসর ফ্রান্সেসকো ফ্রান্সেশ্চির পর্যবেক্ষণে আছেন।’
ইতালিয়ান লিগে গত শুক্রবার স্পেৎসিয়ার বিপক্ষে দলের ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে একটি গোল করেন ইমোবিলে। আগামী শনিবার তোরিনোর মুখোমুখি হবে লাৎসিও। এই ম্যাচে তিনি খেলবেন কী না বিষয়টি নিশ্চিত করেনি ক্লাব কর্তৃপক্ষ। লিগে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লাৎসিও।