স্পোর্টস ডেস্কঃ ২১ মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে বার্সেলোনা পেল শিরোপার স্বাদ। তরুণ মিডফিল্ডার গাভির নৈপুণ্যে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে তারা ঘরে তুলল স্প্যানিশ সুপার কাপ। রোববার রাতে সৌদি আরবের বাদশাহ ফাহাদ স্টেডিয়ামে আসরের একপেশে ফাইনালে ৩-১ গোলে জিতেছে বার্সা।
বার্সার জয়ের নায়ক গাভি। নিজে গোল করার পাশাপাশি রবার্ত লেভানডফস্কি ও পেদ্রির গোলে ভূমিকা রাখেন তিনি। শেষ বাঁশি বাজার একটু আগে রিয়ালের পক্ষে সান্ত্বনাসূচক গোল করেন করিম বেনজেমা। কাতালানদের কোচ জাভি হার্নান্দেজ পেয়েছেন প্রথম শিরোপার স্বাদ। লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর এই প্রথম কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ দলটি।
ম্যাচ শেষে গাভির প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ জাভি। বলেছেন, ‘তার নেতৃত্বগুন সহজাত। যখন সে ফুটবল খেলে তার সাহস এবং ক্ষিপ্ততা উপভোগ করার মতো। কথাগুলো আমি আগেও বলেছি, কিন্তু আবারও বলতে ক্লান্তি লাগছে না।’
গাভি হৃদয় দিয়ে খেলে। মাঠে তার সর্বোচ্চটা দিয়ে খেলার প্রবণতা অন্যদের উজ্জ্বীবিত করে বলেও মন্তব্য করেছেন জাভি, ‘গাভি যখন লড়াই করে, আমরা তা দেখি উচ্ছ্বসিত হই। সে হৃদয় দিয়ে খেলে। তার নিবেদন অন্যদের মধ্যে সঞ্চারিত হয়। অথচ তার বয়স মাত্র ১৮। আশা করছি, এই খেলা সে চালিয়ে যাবে, কারণ তার সামর্থ্যের সীমা অপরিসীম।’
Discussion about this post