স্পোর্টস ডেস্ক:: লা লিগায় বড় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। রাফিনহা, গাভিদের গোলে সেভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেজের দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা নিজেদের অবস্থান আরো মজবুত করলো।
আক্রমণের পর আক্রমণ করেও প্রথমার্ধে গোলহীন থাকা বার্সেলোনা দ্বিতীয়ার্ধে তাই তিন গোল দিয়েছে। এই জয়ে পয়েন্ট টেবিলে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে শীর্ষস্থানে নিজেদের আরো মজবুত করেছে দলটি।
রাতের অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদ হেরেছে। ফলে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলটির সঙ্গে বার্সা ব্যবধান বাড়িয়ে নিয়েছে ৮ পয়েন্টের। জাভির দল টেবিলের শীর্ষ স্থানেই আছে সেভিয়াকে গোল বন্যায় ভার্সিয়ে।
ম্যাচটির প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বার্সেলোনা একের পর এক আক্রমণ করেছে। হবে সেভিয়ার জালের দেখা মিলেনি। প্রথমার্ধ তাই শেষ করতে হয়েছে গোল শুন্য সমতায়।
তবে দ্বিতীয়ার্ধে সেভিয়া আর বার্সাকে আটকাতে পারেনি। প্রথমার্ধের গোলের শূন্যতা পুষিয়ে নেয় দলটি। ম্যাচের ৫৮তম মিনিটে জদ্রি আলবার গোলে লিড নেয় বার্সা। ১-০ গোলে এগিয়ে যাওয়া দলটিকে মিনিট দশেক পরে আবারো এগিয়ে নেন গাভি। ম্যাচের ৭০তম মিনিটে বার্সাকে তিনি এগিয়ে দেন ২-০ গোলে।
পরপর দুই গোলে লিড নেওয়া বার্সা সেভিয়াকে আর কোনো সুযোগই দেয়নি। মিনিট দশেক পরে রাফিনহার গোলে দলটি এগিয়ে যায় ৩-০ গোলে। ম্যাচের ৭৯তম মিনিটে রাফিনহান ব্যবধান ৩-০ করেন। সেভিয়া কোনো গোলই শোধ দিতে পারেনি। তাই বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয়।
২০ ম্যাচে ১৭ জয়ের সঙ্গে দুই ‘ড্র’ আর এক হারে বার্সেলোনার পয়েন্ট ৫৩। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৫। ২০ ম্যাচে ১৪ জয়ের সঙ্গে তিনটি কার হার ও ‘ড্র’ দলটির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০