স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিশাল পুঁজি পেয়েছে চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৩ রানের পাহাড়সম সংগ্রহ করেছে চেন্নাই শিবির। জিততে হলে দিল্লিকে করতে হবে ২২৪ রান।
দিল্লির ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে ১৪১ রানের দুর্দান্ত এক উদ্বোধনী জুটি গড়েন ঋতুরাজ গায়কোয়াদ ও ডেভন কনওয়ে। ১৪.৩ ওভার স্থায়ী সেই জুটি ভাঙে গায়কোয়াদের বিদায়ে। এর আগে ৫০ বলে ৩ বাউন্ডারি ও ৭ ছক্কার মারে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে যান।
এরপর শিভম দুবেকে সাথে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন কনওয়ে। দলীয় দুইশ পূরণের আগে ১৮তম ওভারে ৯ বলে ৩ ছক্কায় ২২ রানের ক্যামিও খেলা দুবের উইকেট হারায় চেন্নাই। দ্রুতই ফিরেন কনওয়েও। ১৯তম ওভারের দ্বিতীয় বলে প্যাভিলিয়নের পথ ধরেন কনওয়েও। তিনি ৫২ বলে ১১ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৮৭ রানের ইনিংস খেলে আউট হন। মিস করেন আরও এক সেঞ্চুরি।
শেষ দিকে ৭ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ২০ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। মহেন্দ্র সিং ধোনি ৫ রানে অপরাজিত থাকেন। দুজন বিশাল রান নিয়ে শেষ করে নিজেদের দলের ইনিংস।
দিল্লির হয়ে অ্যানরিখ নরকিয়া, খলিল আহমেদ ও চেতন সাকারিয়া ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা