স্পোর্টস ডেস্ক:: আর্সেনালের হারে আগেই ম্যানচেস্টার সিটির শিরোপা নিশ্চিত হয়ে গেছে। চ্যাম্পিয়ন হয়ে প্রথমবার প্রতিপক্ষের কাছ থেকে ‘গার্ড অব অনারে’ মাঠে নামলো পেপ গার্দিওয়ালার শিষ্যরা।
ইতিহাদ স্টেডিয়ামে রোববার ম্যানসিটির প্রতিপক্ষ ছিলো চেলসি। খেলা শুরুর আগে মাঠে নামার সময় চেলসির পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয় আলভারেজদের। শিরোপা উদযাপনও করেছে দলটি চেলসিকে হারিয়েছে।
আগে রাতে বোর্নমাউথের কাছে আর্সেনালের হারে শিরোপা নিশ্চিত হয় সিটির। রোববার তাই চ্যাম্পিয়নের বেশেই মাঠে নেমেছিলো তারা। শিরোপা আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় গার্দিওলা চেলসির বিপক্ষে একাধিক পরিবর্তন আনেন। তবে ম্যাচে এর ছাপ দেখায়নি চ্যাম্পিয়নরা। দুর্দান্ত খেলেছে। পুরোটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতেই ছিলো।
ম্যাচের ১২ তম মিনিটেই আলভারেজের গোলে লিড নেয় ম্যানসিটি। পিছিয়ে পড়া চেলসি প্রথমার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি। চ্যাম্পিয়নরা ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায়।
বিরতির পরও নিজেদের ভাগ্য বদলাতে পারেনি ব্যর্থতার বৃত্তে বন্দী থাকা চেলসি। আগ্রাসী ফুটবল খেলা ম্যানসিটিও অবশ্য ব্যবধান আর বাড়াতে পারেনি। ১-০ গোলের জয়ে শিরোপা উৎসব করে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০