স্পোর্টস ডেস্কঃ আর্লিং হল্যান্ড গত রাতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-০ গোলের জয়ে গড়েছেন রেকর্ড। আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন তিনি। নরওয়েজিয়ান এই স্ট্রাইকার গড়লেন প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড।
হল্যান্ডের ৩৫ গোলে পেছনে পড়ল ৪২ ম্যাচের মৌসুমে অ্যালান শিয়ারার ও অ্যান্ডি কোলের ৩৪ গোলের রেকর্ড। গোলের রেকর্ড গড়ার ম্যাচের পর দল থেকে ‘গার্ড অব অনার’ পেয়েছেন হল্যান্ড। আর সেটি তাঁর প্রাপ্য ছিল বলে জানিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা।
ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘আর্লিংয়ের এটা (গার্ড অব অনার) প্রাপ্যই। গোটা দলেরই আসলে এটা প্রাপ্য, কারণ দল ছাড়া সে এটা করতে পারত না। তার জন্য আমরা সবাই খুব খুশি। সে নিজেই একটা আনন্দের উপলক্ষ, শুধু তার সঙ্গে কাজ করাই নয়। তাকে দলে পেয়ে সবাই খুশি।’
৬ বছরে পঞ্চম শিরোপা জয়ের পথেই রয়েছে সিটি। ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে আবার শীর্ষে উঠেছে তারা। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৭৮ পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান করছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post