স্পোর্টস ডেস্কঃ বিশ্বজুড়ে চলছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দৌলত। সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে উঠছে নতুন নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আর এরই ধারাবাহিকতায় এবার নতুন টি-টোয়েন্টি লিগ শুরু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতিমধ্যেই নিশ্চিত করেছে এই লিগের কথা।
টুর্নামেন্টটির নাম দেওয়া হয়েছে ইন্ট্যারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ (আইএল টি-টোয়েন্টি)। আগামী বছর ২০২৩ সালে থেকে এই টুর্নামেন্টের পর্দা উঠবে। ৬ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে আয়োজন করা হবে আসর। আরব আমিরাতের তিন ভেন্যুতে টুর্নামেন্টটি পরিচালনা করা হবে। আর সেগুলো হলো দুবাই, আবু ধাবি ও শারজাহ। ৬ দলের টুর্নামেন্টে সব মিলিয়ে আয়োজিত হবে ৩৪ ম্যাচ।
ইতিমধ্যে টুর্নামেন্টের ছয় দলের মালিকানাও চূড়ান্ত হয়ে গেছে। বেশিরভাগই ভারতীয় শিল্প গোষ্ঠীর দখলে। এই টুর্নামেন্টে দল কিনেছেন শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ, মুম্বাই ইন্ডিয়ান্সের কর্ণধার মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কোম্পানি, গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপ, দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক কিরণ কুমারের জিএমআর গ্রুপ, ক্যাপ্রি গ্লোবালের রাজেশ শর্মা ও ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক গ্ল্যাজার ফ্যামিলি।
এর মধ্যে আদানি গ্রুপ নিজেদের দলের নাম দিয়েছে গালফ জায়ান্টস। দলের প্রথম আসরের প্রধান কোচও ঠিক হয়ে গেছে ইতিমধ্যে। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তারকা কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। জিম্বাবুয়ের সাবেক এই তারকা ক্রিকেটার কোচিংয়েও নাম কামিয়েছেন বেশ।
বিভিন্ন জাতীয় দলের পাশপাশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কোচিং করান নিয়মিত। আইপিএল, পিএসএল, সিপিএল, টি-টেনসহ সব জায়গাতেই অবাধ বিচরণ। এবার নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টিতেও দেখা যাবে। আপাতত এক মৌসুমের জন্য কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
গালফ টাইটান্সের কোচের দায়িত্ব পেয়ে উছ্বসিত অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, ‘যেকোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের অংশ হতে পারাটা দারুণ কিছু। আরব আমিরাত ইন্ট্যারন্যাশনাল টি-টোয়েন্টি লিগের পরিকল্পনা রয়েছে বড় লিগ হয়ে ওঠার। নেতা হিসেবে আমাদের কাজ খেলোয়াড়দের সেরাটা দিতে সহায়তা করা। এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা