গা বাঁচিয়ে খেলা সম্ভব না তাসকিনের পক্ষে

0
52

স্পোর্টস ডেস্কঃ ইনজুরির সাথে বেশ সখ্যতা তাসকিন আহমেদের। এই পেসার ক্যারিয়ারের দীর্ঘ একটা সময় চোটে হারিয়ে ফেলেছেন। এই চোটের কারণেই খেলা হয়নি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও। যদিও সব বাঁধা-বিপত্তিকে পেছনে ফেলে আবারও ফিরেছেন নতুন করে। বর্তমানে দলের সেরা পেসার তাসকিন।

যদিও ইনজুরির কারণে খেলা হয়নি সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে। এখন ফেরার মিশনে আছেন তাসকিন। ফিট হওয়ার জন্য লড়াই করছেন এই তারকা পেসার। মিরপুরের হোম অব ক্রিকেটে নিজের ফেরা নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।

এসময় তাসকিন জানিয়েছেন, ইনজুরি থেকে রেহাই পেতে গা বাঁচিয়ে খেলা সম্ভব নয় তার পক্ষে। তবে দলের বাইরে যখন থাকেন খারাপ লাগে। বিশ্বকাপের প্রসঙ্গও টেনে এনেছেন। তবে যা হয়, তা ভালোর জন্যই হয় বলে মনে করেন তাসকিন।

তাসকিন বলেন, ‘গা বাঁচিয়ে খেলা আমার পক্ষে সম্ভব নয়। বল হাতে নিয়ে খেলতে নামলে মাথায় থাকে না যে, কীভাবে নিরাপদে খেলা যায়। আরও তো আমি পেস বোলার। লাল-সবুজের হয়ে খেলাটা অনেক গর্বের একটা ব্যাপার। শুধু এটা না, ক্রিকেটটাই আসলে। তো যখন খেলতে নামি, মাথায় এটা থাকে না যে সামনে বড় ইভেন্ট আছে না কী আছে। আল্লাহ্‌ যাতে সুস্থ রাখেন, এটাই সবসময় দোয়া করি।’

তাসকিন আরও বলেন, ‘ইনজুরির কারণে দলের বাইরে থাকার স্বাদ কখনোই আনন্দদায়ক নয়। ক্রিকেটার হিসেবে খারাপ লাগে। ২০১৯ বিশ্বকাপে যখন বাদ পড়েছিলাম, ওই মুহুর্তটা খুব দুঃখজনক ছিল আমার জন্য বিষয়টা। তবে এখন বুঝতে পারি, আল্লাহ্‌ যা করেন ভালোর জন্যই করেন।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here