স্পোর্টস ডেস্কঃ আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স চলতি আসরেও ধারাবাহিকতা ধরে রেখেছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এবারো তারা পৌঁছে গেল প্লে-অফে। সোমবার সানজাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৩৪ রানের জয় পেয়েছে গুজরাট।
শুভমান গিলের সেঞ্চুরিতে আগে ব্যাট করা গুজরাট পায় ১৮৮ রানের পুঁজি। জবাব দিতে নেমে হায়দ্রাবাদের ইনিংস থামে ১৫৪ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় রান ৫০ হওয়ার আগেই ৬ উইকেট হারিয়ে বসে তারা। শতরানের আগে গুঁটিয়ে যাওয়ার লজ্জা এড়ায় মূলত হেনরিখ ক্লাসেনের ব্যাটে।
ভুবনেশ্বর কুমার ২৬ বলে ২৭ রান করে লড়াই চালিয়েছিলেন। মায়াঙ্ক মার্কন্ডে ৯ বলে অপরাজিত ১৮ রান করলে হারের ব্যবধান কমে হায়দ্রাবাদের। ইনিংস সর্বোচ্চ ৪৪ বলে ৬৪ রান করেন ক্লাসেন। গুজরাটের দুই পেসার মোহিত শর্মা ও মোহাম্মদ শামি গুঁড়িয়ে দেন হায়দ্রাবাদের ব্যাটিং লাইন।
৪ ওভারে ২০ রানে ৪ উইকেট নিয়েছেন শামি। আর ৪ ওভারে ২৮ রান দিয়ে আরো ৪ উইকেট নিয়েছেন গুজরাটের আরেক পেসার মোহিত। ১ উইকেট নিয়েছেন ইয়াশ দয়াল। ম্যাচে ৪ ওভার বোলিং করলেও উইকেটের দেখা পান দলটির তারকা লেগ স্পিনার রশিদ খান। ২৮ রান দিয়েছেন তিনি।
এর আগে ব্যাট করতে নেমে ৫৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন গিল। গুজরাট ওপেনারের ইনিংসটি গড়া ১৩ চার ও এক ছক্কায়। টি-টোয়েন্টিতে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি, আইপিএলের মঞ্চে প্রথম। তাঁর সেঞ্চুরি, সুদর্শনের ৪৭ ছাড়া দুই অঙ্কে যেতে পারেনি দলটির আর কেউ।
হায়দ্রাবাদের পেসার ভুবনেশ্বর ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ৫ উইকেট। তৃতীয় বোলার হিসেবে আইপিএলে দুইবার এই স্বাদ পেলেন অভিজ্ঞ ভারতীয় পেসার। ১টি করে উইকেট নেন ফাজল হক ফারুকি, টি নটরাজন ও মার্ক জানসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০