গিল-কোহলি-আইয়ারের ব্যাটে রান পাহাড় ভারতের

0
19

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে রান পাহাড় গড়েছে ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার আগে ব্যাট করে ৩৫৭ রানের পুঁজি পেয়েছে তারা। দারুণ ব্যাট করেছেন ভারতের তিন ব্যাটার- শুভমান গিল, বিরাট কোহল ও শ্রেয়াস আইয়ার।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই বলের মাথায় অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় ভারত। তবে এরপরই জুটি গড়েন বিরাট কোহলি-শুভমান গিল। দ্বিতীয় উইকেটে ১৮৯ রানের জুটি গড়েন তারা। সেঞ্চুরির কাছাকাছি থাকতে গিল এবং বিরাটকে ফেরান দিলশান মাদুশঙ্কা। ৯৪ বলে ৮৮ করে ফেরেন কোহলি, গিল করেন ৯২ রান।

গিল ৯২ রান করেন ১১টি চার ও দুটি ছক্কায়। কোহলি ৮৮ রান করেন ১১টি চারের মারে। বড় রানের দেখা পাননি লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদব। তাতে ৪০০ রানের সম্ভাবনা থাকলেও সেটা আর হয়নি। শেষদিকে টর্নেডো ইনিংস খেলেছেন শ্রেয়াস আইয়ার। ৫৬ বলে তার ৮২ রানের ইনিংসে ৩৫০ রান পার করে ভারত।

ছয়টি ছক্কা ও তিন চারে ৮২ রানের ইনিংস খেলেন আইয়ার। রবীন্দ্র জাদেজা খেলেছেন ২৪ বলে ৩৫ রানের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে ৫ উইকেট নিয়েছেন মাদুশঙ্কা। দুশমন্থ চামিরা নিয়েছেন একটি উইকেট। ভারত আসরে টানা ছয় ম্যাচ জিতে সেমির পথে এক পা দিয়ে রেখেছে। অন্যদিকে শ্রীলঙ্কার সম্ভাবনা ক্ষীণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here