গিল-জয়সওয়ালের দক্ষতা নিয়ে সন্দেহ নেই পান্ডিয়ার

0
69

স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দু’টি হেরে বিপাড়ে পড়েছিল ভারত। তবে পরের দুই ম্যাচে দারুনভাবে ফিরে এসেছে হার্দিক পান্ডিয়ার দল। তৃতীয় টি-টোয়েন্টি জেতার পর শনিবার রাতে চতুর্থ ম্যাচে রেকর্ড গড়া জয় পেয়েছে তারা। উইন্ডিজের করা ১৭৮ রান ভারত টপকে গেছে ১৮ বল ও ৯ উইকেট হাতে রেখে।

রান তাড়ায় প্রথম ছয় ওভারেই ভারতের স্কোরবোর্ডে ৬৬ রান উঠে যায়। শুভমান গিল ৩০ বলে দেখা পান ফিফটির। আরেক ওপেনার জস্বভী জওসওয়াল ৩৩ বলে হাঁকান ফিফটি। ওপেনিং জুটিতে দুজনে তুলেন ১৬৫ রান। টি–টোয়েন্টিতে উইন্ডিজের বিপক্ষে এটি উদ্বোধনী জুটির সর্বোচ্চ। এত দিন সর্বোচ্চ ২০২১ সালে করাচিতে পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ১৫৮।

গিল ৪৭ বলে ৭৭ রান করে ফিরে যাওয়ার পর তিলক ভার্মাকে বাকি পথটুকু পাড়ি দেন জয়সওয়াল। বাঁহাতি এ ওপেনার অপরাজিত থাকেন ৫১ বলে ৮৪ রান করে। ম্যাচসেরার স্বীকৃতি পাওয়া ইনিংসটিতে ছিল ১১টি চার ও ৩টি ছয়। দারুণ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২–২ সমতাও এনেছে পান্ডিয়ার দল। আজ (রোববার) একই মাঠে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি। এই ম্যাচে যে জিতবে সিরিজ তাদেরই হবে।

ক্যারিবিয়ানদের গুঁড়িয়ে দেওয়া দুই ওপেনার গিল ও জয়সওয়ালের দুর্দান্ত প্রশংসা করেছেন হার্দিক। ভারত অধিনায়ক বলেছেন, ‘গিল-জয়সওয়াল দুর্দান্ত। তাদের দক্ষতায় কোনো সন্দেহ নেই। উইকেটে শুধু তাদের কিছুটা সময় কাটানো প্রয়োজন। ব্যাটারদের সামনে আরও ভালো দায়িত্ব পালন করতে হবে এবং বোলারদের সমর্থন দিতে হবে। সব সময় বিশ্বাস করি বোলাররা ম্যাচ জেতায়। তবে এই ম্যাচে জয়সওয়াল ও গিল দুর্দান্ত খেলেছে। এমন পারফরম্যান্সে আনন্দিত হয়েছি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here