স্পোর্টস ডেস্কঃ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলছেন না গুজরাটের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাই রোববার গুজরাটকে নেতৃত্ব দিচ্ছেন রশিদ খান। আহমেদাবাদে কলকাতার বিপক্ষে টস জিতেছেন তিনি। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করবে গুজরাট।
টসের পর রশিদ জানিয়েছেন, হার্দিক পান্ডিয়া আজ খেলছেন না, একটু অসুস্থ তিনি আজ। তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাই না। দল হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আমরা ভালো ব্যাট করতে চাই। শুধু একটি পরিবর্তন বিজয় শঙ্কর সুযোগ পেয়েছে হার্দিকের জায়গায়।
অন্যদিকে কলকাতাও তাদের একাদশে এনেছে পরিবর্তন। মানদ্বীপ সিংয়ের জায়গায় খেলছেন উইকেটকিপার ব্যাটার জগদীশান। এছাড়া বাদ পড়েছেন টিম সাউদি। তাঁর জায়গায় খেলছেন লকি ফার্গুনসন।
কলকাতা নাইট রাইডার্স একাদশঃ রহমানউল্লাহ গুরবাজ, সুয়াশ শর্মা, এন জগদীশান, নীতিশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
গুজরাট টাইটান্স একাদশঃ ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, সাই সুদর্শন, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, অভিনব মনোহর, রশিদ খান (অধিনায়ক), আলজারি জোসেফ, যশ দয়াল ও মোহাম্মদ শামি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০