স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের চতুর্থ জয় পেয়েছে গুজরাট টাইটান্স। লখনৌ সুপার জায়ান্টসকে মাত্র ৭ রানে হারিয়েছে দলটি। আসরে লখনৌর এটি তৃতীয় হার।
লখনৌ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে গুজরাট টাইটান্স। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টপ অর্ডারে নেমে ৫০ বলে ২ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংস সাজান এই তারকা। ৩৭ বলে ৬ বাউন্ডারিতে ৪৭ রান করেন ওপেনার ঋদ্ধিমান সাহা। এর বাইরে কেবল বিজয় শঙ্কর (১০) ব্যক্তিগত রানের খাতা দুই অঙ্কে নিতে পেরেছেন।
লখনৌর হয়ে ক্রুণাল পান্ডিয়া ও মার্কাস স্টোয়নিস ২টি করে উইকেট শিকার করেন।
গুজরাটের দেওয়া লক্ষ্যটা মাত্র ১৩৬ রান। এর মধ্যে ১৪ ওভারে ১ উইকেট একশ’র বেশি রান করে ফেললেও, শেষ পর্যন্ত সেই লক্ষ্য টপকাতে পারেনি লখনৌ সুপার জায়ান্টস। নির্ধারিত ২০ ওভারে দলটি থেমেছে ৭ উইকেটে ১২৮ রানে।
টপ অর্ডারের তিন জন আর কেউ রান করতে পারেননি। শেষ দিকে রানের চাকার গতি কমার পাশাপাশি উইকেটও হারায় দলটি। এর মধ্যে এক শেষ ওভারেই ৪টি উইকেট হারিয়ে বসে লখনৌ। অধিনায়ক লোকেশ রাহুল, মার্কাস স্টোয়নিস, দীপক হুদারা ইনিংসের শেষ ওভারে আউট হন।
দলের পক্ষে সর্বোচ্চ ৬১ বলে ৮ বাউন্ডারিতে ৬৬ রান করেন ওপেনিংয়ে নামা রাহুল। ১৯ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৪ রান করেন আরেক ওপেনার কাইল মায়ার্স। ২৩ রান করেন টপ অর্ডারে নামা ক্রুণাল পান্ডিয়া। এর বাইরে আর কেউ ব্যক্তিগত রানের খাতা দুই অঙ্কে নিতে পারেননি।
গুজরাটের হয়ে সবাই কিপটেমি বোলিং করেছেন একমাত্র রশিদ খান ছাড়া। এর মধ্যে মোহিত শর্মা ও নূর আহমেদ ২টি করে উইকেট লাভ করেন। ১টি উইকেট নেন রশিদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post