স্পোর্টস ডেস্কঃ ফিফটির পথে থাকা আফগানিস্তান ওপেনারকে ফেরালেন মুস্তাফিজুর রহমান। ওপেনিংয়ে নামা এই ডানহাতি ব্যক্তিগত ৪৭ রানে আউট হয়েছেন। আগের ওভারে মেহেদি হাসান মিরাজের বলে ফিরেন আফগান অধিনায়ক হাশমাতউল্লাহ শহীদি। পরের ওভারেই উইকেটের দেখা পান মুস্তাফিজ। ইনিংসে কোনো পেসারের এটিই প্রথম উইকেট। এর আগে বাংলাদেশের শিকার করা ৩ উইকেটের দুটি নেন সাকিব আল হাসান। একটি মেহেদি হাসান মিরাজের।
গুরবাজ ক্রমশই হয়ে উঠছিলেন ভয়ঙ্কর। তবে ফিফটির আগেই তাকে ফেরান মুস্তাফিজ। তার স্লোয়ার বলটি উড়িয়ে মেরেছিলেন এই আফগান ওপেনার, তবে সেটা কভারে এসে ধরা দিয়েছে তানজিদ হাসান তামিমের হাতে। ৪৭ রান করে আউট হলেন এই ওপেনার। দলীয় ১১২ রানে ৩ উইকেট হারিয়ে আফগানিস্তান।
এর আগে দলীয় ৪৭ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। সাকিবের অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া বলে সুইপ করেন ইব্রাহিম জাদরান। বল ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় ডিপ স্কয়ার লেগে। বেশ কিছুটা এগিয়ে সহজেই মুঠোয় নেন তানজিদ হাসান। ভাঙে ৫০ বল স্থায়ী ৪৭ রানের জুটি। ২৫ বলে এক ছক্কা ও তিন চারে ২২ রান করেন ইব্রাহিম।
দলীয় ৮৩ রানে সাকিবের বলে আউট হয়েছেন রহমত শাহ। এর আগে ইব্রাহিম জাদরানকেও আউট করেছিলেন বাঁহাতি এই স্পিনার। দলীয় ৮৩ রানে রহমত ফিরেন উড়িয়ে মারতে গিয়ে। এর আগে হাশমাতউল্লাহ শহিদীকে ফেরান মেহেদি হাসান মিরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০