গুরবাজ-ইব্রাহিমের রেকর্ড জুটিতে ছুটছে আফগানিস্তান

0
105

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আফগানিস্তান ১৫০ রান করেছে। দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় আফগানরা। রেকর্ড জুটিতে ছুটছে সফরকারীরা। রহমানউল্লাহ গুরবাজ হাঁটছেন সেঞ্চুরির পথে। তাঁকে ভালোই সঙ্গ দিচ্ছেন ইব্রাহিম জাদরান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গুরবাজ-ইব্রাহিম দারুণ এক রেকর্ড গড়েছেন। আফগানিস্তানের ওয়ানডে ইতিহাসে সেরা উদ্বোধনী জুটির কীর্তি গড়েছেন দুজন। ওয়ানডেতে প্রথমবার শুরুর জুটিতেই দেড়শ স্পর্শ করল আফগানরা। ১৩৫ বলে এলো জুটির দেড়শ। তাতে গুরবাজের অবদান ৮৬, ইব্রাহিমের ৪০।

আগের রেকর্ড ছিল জাভেদ আহমাদি ও করিম সাদিকের। ২০১২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে শারজাহতে তাদের জুটি ছিল ১৪২ রানের। এছাড়া ১৩৫ রান করেছিলেন ইহসানুল্লাহ ও মোহাম্মদ শাহজাদ। ২০১৮ সালে শারজাহতে এই রেকর্ড গড়েছিলেন তারা। এবার সবাইকে ছাড়িয়ে গেলেন গুরবাজ-ইব্রাহিম জুটি।

এদিকে আজ ইব্রাহিমের সাথে ব্যাট করতে নেমে ৪৮ বলে তৃতীয় ওয়ানডে ফিফটির দেখা পান গুরবাজ। ৬টি চার ও ৩টি ছয়ের মারে সাজানো ছিল তাঁর ফিফটির ইনিংসটি। একপ্রান্তে গুরবাজ হাত খুলে খেললেও অপর প্রান্তে ইব্রাহিম তাকে দিয়ে যাচ্ছেন দারুণ সঙ্গ।

নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল না থাকায় এদিন বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। এদিন মুস্তাফিজুর রহমানকে দিয়ে শুরু করলেন তিনি। তবে সুবিধা করতে পারলেন না বাঁহাতি এই পেসার। আফগানিস্তানের দুই ওপেনারকে চ্যালেঞ্জ জানাতে পারেননি হাসান মাহমুদ-এবাদত হোসেনরাও।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here