স্পোর্টস ডেস্ক: গুলিতে মারা গেছেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি স্প্রিন্টার টাইসন গে’র মেয়ে ট্রিনিটি গে। গুলিতেই মারা গেছেন তিনি।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, কেনটাকিতে দুই পক্ষ্যের গোলাগুলির মাঝে গুলির আঘাতে নিহত ট্রিনিটি গে। আর এতেই তার মৃত্যু হয়।
সংবাদ মাধ্যমে জানা যায় ট্রিনিটিকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে ১৫ বছর বয়সী এই তরুণীর মৃত্যু হয়। ট্রিনিটি নিজেও স্কুল পর্যায়ের একজন স্প্রিন্টার ছিলেন।
টাইসন গে মার্কিনিদের হয়ে ১০০ মিটার দৌড়ে রেকর্ডধারী। এছাড়া সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এ তারকা বিশ্বরেকর্ডে ১০০ মিটারে উসাইন বোল্ট থেকে পিছিয়ে দ্বিতীয় দ্রুততম মানব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০