স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানের বাবর আজম এবার ভেঙে দিলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানস ক্রিস গেইলের ‘রেকর্ড’। স্বীকৃত টি-২০ ক্রিকেটে গেইলকে টপকে দ্রুততম দশ হাজারি ক্লাবে প্রবেশের রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি।
পাকিস্তান সুপার লিগের ম্যাচে পেশোয়ার জালমির হয়ে করাচি কিংসের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলেন দ্রুততম সময়ের মধ্যে দশ হাজার রানের ঘরে পৌঁছান তিনি। ৫১ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭২ রানের ঝলমলে ইনিংস খেলেন এই পাক তারকা।
ঝড়ো ৭২ রান করেই বাবর দ্রুততম ১০ হাজার রানের ঘরে পৌঁছান। ২৭১ ইনিংসে তিনি এই রেকর্ড নিজের করে নেন। দুইয়ে থাকা গেইল ২৮৫ ইনিংসে এই মাইলফলকে পৌঁছান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post