স্পোর্টস ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংকে অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে যুবরাজের অ্যাম্বাসেডর হওয়ার বিষয়টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এর আগে আইসিসি জ্যামাইকান গতিদানব উসাইন বোল্ট ও ক্রিস গেইলকে বিশ্বকাপের অ্যাম্বাসেডর হিসেবে নাম ঘোষণা করে।
শুক্রবার আসন্ন বিশ্বকাপের অ্যাম্বাসেডর হওয়া যুবরাজ এক বিবৃতিতে বলেন, ‘আমার খুব প্রিয় কিছু স্মৃতি এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে, যেখানে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর ঘটনাও রয়েছে। ফলে এই আসরের সাথে সংযুক্ত থাকার বিষয়টি দারুণ হতে যাচ্ছে যা কিনা আবার সবচেয়ে বড় আসর হওয়ার পথে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট খেলার জন্য দারুণ একটি জায়গা যেখানে সমর্থকরা খেলা দেখতে চলে আসার বিষয়টি দারুণ আবহ সৃষ্টি করে সেখানে। এছাড়া ক্রিকেট যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়ছে, আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে তার অংশ হতে পেরে দারুণ রোমাঞ্চিত। নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচ যেকোনো খেলাতেই এ বছরের অন্যতম বড় ম্যাচ হতে যাচ্ছে। নতুন স্টেডিয়ামে দুনিয়ার সেরা ক্রিকেটারদের খেলা দেখতে পারার বিষয়টি বেশ সম্মানজনক হতে যাচ্ছে।’
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে (২০০৭ সাল) ইংল্যান্ডের বিপক্ষে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়েছিলেন যুবরাজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়েন তিনি। যুবরাজের সেই দুর্দান্ত ব্যাটিংয়ের কথা স্মরণ করেই তাকে দূত হিসেবে স্বীকৃতি দিয়েছে আইসিসি। ফলে বিশ্বকাপ চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নেবেন সাবেক এই ভারতীয় অলরাউন্ডার।
ভারতের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে আর ৫৮টি টি-টেয়েন্টি ম্যাচ খেলে ১৭টি সেঞ্চুরির সাহায্যে ১১ হাজার ৭৭৮ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ১৪৮ উইকেট শিকার করেন যুবরাজ। ২০১১ বিশ্বকাপের পরই ক্যান্সারে আক্রান্ত হওয়া যুবরাজ নিজের শরীরের সঙ্গে লড়াই করে ফের জাতীয় দলে ফিরেন। কিন্তু দলে ফিরলেও তাকে আগের মতো সেভাবে সুযোগ দেয়া হয়নি। তাই হতাশ হয়েই ২০১৯ সালের জুনে ক্রিকেট থেকে অবসর নেন যুবরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post