স্পোর্টস ডেস্কঃ লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতালানরা। ৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। রোববার রাতে গেতাফের বিপক্ষে ১-০ গোলে জিতেছে জাভি হার্নান্দেজের দল। গোল করেছেন পেদ্রি গঞ্জালেজ।
পুরোটা সময়ে বলের নিয়ন্ত্রণে বার্সেলোনা আধিপত্য করে বটে, কিন্তু আক্রমণে ছিল বড্ড মলিন। নিষেধাজ্ঞার কারণে রবার্ত লেভানডফস্কি ছিলেন না ম্যাচে। রেফারির সাথে তর্ক করায় লা লিগায় তিন ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন পোলিশ এই ফরোয়ার্ড। তাঁকে ছাড়া খেলতে নেমে বেশ বেগ পেতে হয় বার্সা ফরোয়ার্ডদের। সবশেষ লিগ ম্যাচে বার্সেলোনাকে গোলশূন্য ড্রয়ে রুখে দেওয়ার দারুণ স্মৃতি থাকলেও গেতাফের রক্ষণ ছিল সাবধানী।
৩৫তম মিনিটে স্বাগতিকরা পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলের দেখা। ফ্রেঞ্চ ডিফেন্ডার জুল কুন্দের পাস ধরে রাফিনহা ক্রস বাড়ান পেদ্রির উদ্দেশে। নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ৬২তম মিনিটে ফরোয়ার্ড রাফিনহাকে তুলে ফ্রাঙ্ক কেসিয়েকে নামান বার্সেলোনা কোচ।
৮০তম মিনিটে বার্সার ফাতি নষ্ট করেন বাইরে মেরে। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণের সেরা সুযোগটি নষ্ট করেন বদলি নামা কেসিয়ে। শেষ দিকে ফাতি আরেকবার সুযোগ নষ্ট করেন উড়িয়ে মেরে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গেতাফে সুযোগ মিস করলে এবারের লিগে নবম হার নিশ্চিত হয়ে যায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post