গেল ৩ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান লিটনের

0
68

স্পোর্টস ডেস্কঃ দুঃসময় কাটিয়ে সময়টা বেশ ভালোভাবেই উপভোগ করছেন লিটন দাস। আন্তর্জাতিক ক্রিকেটের রানের দেখা পাচ্ছেন। তিন ফরম্যাটেই বাংলাদেশের অন্যতম কাণ্ডারি এখন এই তারকা। লিটন দাস শুধু এখন বাংলাদেশের নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও বড় তারকা।

সবশেষ তিন বছরে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী লিটন। তার ওপরে কেবল পাকিস্তানের দুই তারক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। লিটন এগিয়ে আছেন জো রুট, বিরাট কোহলিদের মতো তারকাদের থেকে।

আন্তর্জাতিক ক্রিকেটে এই সময়ে লিটন রান করেছেন ৪২৬৮। নামের পাশে ৭ সেঞ্চুরির সাথে  আছে ২৭ ফিফটি। এই উইকেটরক্ষক ব্যাটারের গড় ৩৬.৫৬।

লিটনের চেয়ে বেশি রান করা দুই ব্যাটার বাবর ও রিজওয়ান। এর মধ্যে শীর্ষে থাকা বাবর এই সময়ে আর্ন্তজাতিক ক্রিকেটে ৫৮১২ রান করেছেন। পাকিস্তান অধিনায়ক ১৫ সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৪২টি ফিফটি। তাঁর গড় পঞ্চাশ ছুঁইছুঁই (৪৯.৬৭)। দুইয়ে থাকা বাবরের স্বদেশী রিজওয়ান ৩ সেঞ্চুরি ও ৩৭ ফিফটিতে করেছেন ৪৪৭৮ রান। এই উইকেটরক্ষক ব্যাটারের গড় ৪৬.৬৪।

লিটনের নিচে চার নম্বরে থাকা জো রুট এই সময়ে ৪২২৮ রান করেছেন। ১৩ সেঞ্চুরি ও ১৬ ফিফটিতে এই সাবেক ইংলিশ অধিনায়কের গড় ৫১.৫৬। পাঁচ নম্বরে থাকা বিরাট কোহলি এই সময়ে রান করেছেন ৪০১৭। ভারতীয় তারকা ৩৯.৭৭ গড়ে ৫ সেঞ্চুরি ও ৩০ ফিফটি হাঁকিয়েছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here