গোলরক্ষক রুপনা চাকমার ভাঙা ঘর পাকা করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

0
92

স্পোর্টস ডেস্ক:: দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক রুপনা চাকমার ভাঙা কুড়ে ঘর অবশেষে পাকা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে থাকলেও তার চোখ এড়ায়নি রুপনা চাকমার ভাঙা ঘরের ছবি। এরপরই তিনি সরকারের সংশ্লিষ্ট বিভাগকে ঘরটি পাকা করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। বুধবার দুপুরে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে রুপনা চাকমারা ঢাকায় ফিরেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী রুপনা চাকমার ভাঙা ঘরের ছবি দেখেছেন। তিনি ঘরটি পাকা করে দিতে নির্দেশনা দিয়েছেন। যদিও রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান মঙ্গলবার রুপনাদের বাড়িতে গিয়ে তাদের ঘরটি পাকা করে দেওয়ার আশ্বাস দিয়ে আসেন।

বাংলাদেশের এই গোলরক্ষক গোলবারের নিচে ছিলেন অতন্দ্র প্রহরী। গ্লাভস হতে দেশের গোলপোস্টের নিচে দাঁড়িয়ে জিতে গেছেন দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকের খেতাব। রাঙামাটির দুর্গম পাহাড়ে বেড়ে ওঠা এই বীর কন্যার জীবন যুদ্ধ বড়ই করুণ। মায়ের গর্ভে থাকা অবস্থায় হারান বাবা গাথা মনি চাকমাকে। বাবা দেখতে কেমন ছিলেন সেটাও, নিজের চোখে পরখ করার সুযোগ হয়নি। বাবার কোনো ছবি পর্যন্ত ছিল না তাদের কাছে। নুন আনতে পান্তা ফুরোয় সংসারে ছবি তোলার বিলাসিতা তো কল্পনাতীত।

প্রতিনিয়ত দারিদ্র্যের সাথে যুদ্ধ করে মেয়েকে বড় করতে থাকেন মা কালোসোনা চাকমা। চার ভাই-বোনের মধ্যে রুপনা ছিলেন সবার ছোট। কৈশোর থেকেই ফুটবলের নেশা প্রবল ছিল তার। সেই রুপনা এবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন।

নেপালে সদ্য সমাপ্ত নারীদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গোলপোস্টের অতন্দ্র প্রহরী ছিলেন রুপনা। ভারত, পাকিস্তান, মালদ্বীপ ও ভুটান ফাঁকি দিতে পারেনি রুপনার হাত। আসরের ফাইনালে গিয়ে একমাত্র গোলটি হজম করেন। অথচ বাংলাদেশ এই পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৩ গোল দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। বাংলা মেয়েদের শিরোপা জেতাতে অনেক অবদান আছে রুপনার।

এমন সাফল্যের পর আলো আসছে রূপনার ভাঙা ঘরে। রাঙামাটির নানিয়ারচর ঘিলাছড়ি ইউনিয়নের দুর্গম ভূয়ো আদামে তাদের বসবাস। ঝীর্ণ শীর্ণ সেই ঘর এবার পাকা হতে যাচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার পর মঙ্গলবার রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান ছুটে যান রুপনাদের ভাঙা কুঠিরে। তার পরিবারকে আশ্বাস দেন ঘর পাকা করে দেওয়ার। একইসাথে রুপনার পরিবারের হাতে তুলে দেন দেড় লাখ টাকাও।

বুধবার দুপুরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পৌঁছে দেওয়া হয় সংশ্লিষ্টদের কাছে। ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রীর উপহারে বাশ বেড়ার ভাঙা ঘর এবার পাকা হবে রুপনার। বাড়ি ফিরলে নিশ্চিতে ঘুমাতে পারবেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here